Nokia-র কাছে হার, এই দেশে ব্যবসা বন্ধ করল Vivo স্মার্টফোন, ক্রেতাদের কি হবে

Oppo এবং OnePlus -এর পর আরেকটি চীন ভিত্তিক ব্র্যান্ড Vivo সম্প্রতি জার্মানিতে বড়োসড়ো আইনি ধাক্কার সম্মুখীন হল। তাও আবার ফিনল্যান্ডের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা Nokia -এর…

Oppo এবং OnePlus -এর পর আরেকটি চীন ভিত্তিক ব্র্যান্ড Vivo সম্প্রতি জার্মানিতে বড়োসড়ো আইনি ধাক্কার সম্মুখীন হল। তাও আবার ফিনল্যান্ডের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা Nokia -এর কারণে। আসলে, চলতি বছরের এপ্রিল মাসে Vivo -এর বিরুদ্ধে দায়ের করা একটি পেটেন্ট লঙ্ঘনের মামলায় Nokia -এর পক্ষে রায় দিয়েছিল জার্মানির মানহাইমের জেলা আদালত। আলোচ্য সংস্থাটির পাশাপাশি Oppo এবং OnePlus ব্র্যান্ডের বিরুদ্ধেও অনুরূপ মামলা করা হয় এবং উভয় মামলাতেই বিজয় হয়েছিল ফিনল্যান্ড ভিত্তিক ব্র্যান্ডটি। যার পর জার্মানির মার্কেটে Oppo এবং OnePlus সংস্থা দুটির ডিভাইস বিক্রি নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। আর এখন এই একই পরিণতি হতে চলেছে Vivo -এরও। অর্থাৎ আদালতের রায়কে মান্যতা দিয়ে উক্ত সংস্থাটিকে এখন জার্মানি থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে নিতে হচ্ছে। প্রসঙ্গত একটা বিষয় স্পষ্ট করে দিই, আলোচ্য তিনটি স্মার্টফোন নির্মাতাদের বিরুদ্ধে পেটেন্ট লঙ্ঘনের মামলা করার নেপথ্যে আছে ফিনিশ ইকিউপমেন্ট সরবরাহকারী Nokia। সংস্থাটির স্মার্টফোন ব্যবসার মালিক HMD Global নয়।

জার্মানিতে অনলাইন স্টোর বন্ধ করার সিদ্ধান্ত নিলো Vivo

ভিভো তাদের স্মার্টফোনগুলিতে WLAN কানেকশন ব্যবহারের জন্য নোকিয়ার সাথে একটি চুক্তি করেছিল। কিন্তু চুক্তি স্বাক্ষরিত হওয়ার কিছু সময় পর থেকেই ভিভো বৈধ লাইসেন্স ছাড়াই তাদের ডিভাইসে নোকিয়া দ্বারা পেটেন্ট করা WLAN কানেকশন প্রযুক্তি ব্যবহার করছিল। যার পরিপ্রেক্ষিতে ফিনল্যান্ড ভিত্তিক সংস্থাটি পেটেন্ট লঙ্ঘনের অভিযোগ এনেছিল ভিভো -এর বিরুদ্ধে। যদিও শুনানিতে পরামর্শ দেওয়া হয়েছিল যে, ভিভো নোকিয়ার সাথে পুনরায় লাইসেন্সিং অ্যাগ্রিমেন্ট রি-নিউ করার মাধ্যমে জার্মানিতে তাদের ফোন বিক্রি করার কাজ চালিয়ে যেতে পারবে। কিন্তু চীনা ব্র্যান্ডটি সমঝোতা করার পরিবর্তে, জার্মানি থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

পেটেন্ট লঙ্ঘনের মামলার কারণে ভিভো এখন তাদের জার্মানি শাখার আধিকারিক ওয়েবসাইটটি বন্ধ করে দিয়েছে। যার অর্থ, আলোচ্য দেশের বাসিন্দারা অদূর ভবিষ্যতে আর ভিভো ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট কিনতে পারবেন না। তবে ভিভো তাদের ওয়েবসাইট বন্ধ করার আগে, হোম পেজে একটি ছোট নোট পোস্ট করেছে। যা সম্ভবত জার্মানের গ্রাহকদের কাছ থেকে বিদায় চেয়ে নেওয়ার একটা পন্থা বলেই মনে হয়েছে আমাদের। নোটে বলা হয়েছে – ‘ভিভোর প্রোডাক্ট এবং প্রোডাক্ট সম্পর্কিত তথ্য এখন থেকে আর এই ওয়েবসাইটে উপলব্ধ থাকবে না।’

তবে সংস্থার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, বিদ্যমান ভিভো গ্রাহকদের জন্য কাস্টমার সার্ভিস সর্বদা উপলব্ধ থাকবে এবং ভবিষ্যতে তাদের ডিভাইসগুলি নতুন সফ্টওয়্যার ও সিকিউরিটি আপডেট পেতে থাকবে।

লক্ষণীয় বিষয় যে, ভিভো তাদের অনলাইন স্টোর বন্ধের কারণ এবং এই পদক্ষেপটি অস্থায়ী নাকি স্থায়ী তা স্পষ্টভাবে উল্লেখ করেনি জার্মান ওয়েবসাইটে।