Vivo প্রিমিয়াম ফিচার দিয়ে iQOO 11 লঞ্চ করবে, Snapdragon 8 Gen 2 চিপের সাথে হাজির এই সাইটে
ভিভো (Vivo)-এর অধীনস্থ আইকো তাদের পরবর্তী প্রজন্মের iQOO 11 সিরিজের হ্যান্ডসেটগুলি খুব শীঘ্রই বাজারে লঞ্চ করবে বলে আশা...ভিভো (Vivo)-এর অধীনস্থ আইকো তাদের পরবর্তী প্রজন্মের iQOO 11 সিরিজের হ্যান্ডসেটগুলি খুব শীঘ্রই বাজারে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। একটি রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, আসন্ন সিরিজে অন্তর্ভুক্ত স্ট্যান্ডার্ড iQOO 11 এবং 11 Pro-এর চীনা সংস্করণগুলির মডেল নম্বর যথাক্রমে V2243A এবং V2254A৷ সম্প্রতি iQOO 11 মডেলটি আইএমইআই (IMEI) ডেটাবেসে উপস্থিত হয়েছিল। আর এখন আবার এই ফোনটিকে গিকবেঞ্চ (GeekBench) বেঞ্চমার্কিং সাইটে স্পট করা গেছে৷ যথারীতি, সাইটের তালিকাটি আপকামিং হ্যান্ডসেটের কয়েকটি স্পেসিফিকেশন প্রকাশ্যে এনেছে। চলুন এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
iQOO 11 মডেলটিকে দেখা গেল Geekbench ডেটাবেসে
V2243A মডেল নম্বর সহ আইকো ১১ ফোনটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত করা হয়েছে। এই তালিকায় অনুযায়ী, ডিভাইসটি "কালামা" কোডনেম যুক্ত একটি প্রসেসর দ্বারা চালিত হবে, যা আসলে অঘোষিত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২। এই চিপসেটটি ১১ জিবি র্যামের সাথে যুক্ত থাকবে, তবে কোম্পানি লঞ্চের সময় এর আরও ভ্যারিয়েন্ট বাজারে আনতে পারে। ডিভাইসটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের রান করবে বলে জানা গেছে।
বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, Vivo V2243A স্মার্টফোনটি গিকবেঞ্চ ৫ (Geekbench 5)-এর সাইটে সিঙ্গেল-কোর টেস্টে ১,৪৫১ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৪,৬৮১ পয়েন্ট অর্জন করেছে। চিপসেটটিতে ৩.১৯ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি সহ একটি সুপার কোর রয়েছে বলে তালিকায় উল্লেখ করা হয়েছে।
জানিয়ে রাখি, iQOO 11 ফোনটি ইতিমধ্যেই চীনের চায়না কম্পালসরি সার্টিফিকেশন (3C) ওয়েবসাইটে থেকে অনুমোদন লাভ করেছে, যা প্রকাশ করেছে যে এটি একটি শক্তিশালী ১২০ ওয়াট চার্জারের সাথে আসবে। এছাড়া, পূর্ববর্তী রিপোর্টগুলি প্রকাশ ডিভাইসটি ২কে (2K) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ফ্ল্যাট স্যামসাং ই৬ অ্যামোলেড ডিসপ্লের সাথে আসবে। ডিভাইসটিতে পিডাব্লিউএম (PWM) ডিমিং ফিচারও থাকবে। এটিতে সর্বাধিক ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যেতে পারে। iQOO 11-এর লঞ্চের তারিখ সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি, এটি iQOO 11 Pro-এর সাথেই বাজারে পা রাখবে বলে আশা করা হচ্ছে।