দুর্দান্ত ক্যামেরার সাথে পাওয়ারফুল প্রসেসর, Vivo S16 সিরিজে থাকবে স্ন্যাপড্রাগন ও মিডিয়াটেক চিপ

গত মে মাসে, ভিভো (Vivo) চীনের বাজারে Vivo S15 এবং S15 Pro স্মার্টফোনগুলি উন্মোচন করেছে। এই ফোনগুলি শুধুমাত্র হোম...
Ananya Sarkar 26 Oct 2022 11:59 PM IST

গত মে মাসে, ভিভো (Vivo) চীনের বাজারে Vivo S15 এবং S15 Pro স্মার্টফোনগুলি উন্মোচন করেছে। এই ফোনগুলি শুধুমাত্র হোম মার্কেটেই উপলব্ধ। সাম্প্রতিক কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে, কোম্পানি বর্তমানে Vivo S16 সিরিজটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই লাইনআপে তিনটি মডেল থাকতে পারে- Vivo S16, Vivo S16 Pro, এবং Vivo S16e। আর এখন এক জনপ্রিয় টিপস্টার আপকামিং Vivo S সিরিজের প্রসেসর সংক্রান্ত তথ্যগুলি শেয়ার করেছেন। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

প্রকাশ্যে এল Vivo S16 লাইনআপে ব্যবহৃত চিপসেটগুলির নাম

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার একটি সাম্প্রতিক ওয়েইবো পোস্টে জানিয়েছেন যে, আসন্ন ভিভো এস১৬ সিরিজের ফোনগুলি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট এবং আসন্ন মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর দ্বারা চালিত হবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, স্ট্যান্ডার্ড ভিভো এস১৫ মডেলেও স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেটটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ, এর উত্তরসূরি মডেলেও এই একই প্রসেসরটি থাকবে।

প্রসঙ্গত, চিপসেট মেকার মিডিয়াটেক (MediaTek) শীঘ্রই ডাইমেনসিটি ৮১০০-এর উত্তরসূরি হিসেবে ডাইমেনসিটি ৮২০০ প্রসেসরটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে, যা বর্তমানে ভিভো এস১৫ প্রো-এ রয়েছে। সুতরাং, ভিভো এস১৬ প্রো মডেলটি সম্ভবত আসন্ন মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ চিপসেট দ্বারা চালিত হবে। এছাড়া অন্যান্য রিপোর্টেও দাবি করা হয়েছে যে, ভিভো এস১৬ই মডেলটি ডাইমেনসিটি ১০৮০ চিপসেট দ্বারা চালিত হবে। তবে, প্রসেসর ছাড়া, এস১৬ সিরিজের অন্যান্য স্পেসিফিকেশনগুলি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

এছাড়া, স্ট্যান্ডার্ড Vivo S16 মডেলটি ব্ল্যাক, ব্লু এবং পার্পল-এর মতো কালার অপশনে আসতে পারে, আর Pro মডেলটি ব্ল্যাক, গ্রীন এবং অরেঞ্জ গোল্ড-এর মতো শেডগুলিতে পাওয়া যাবে। অনুমান করা হচ্ছে যে, Vivo S16 Pro-এ Vivo V1+ ইমেজ সিগন্যাল প্রসেসর (ISP) ব্যবহার করা হবে, যা একটি উন্নত ফটোগ্রাফির অভিজ্ঞতা প্রদান করবে।

উল্লেখ্য, Vivo S16 সিরিজটি ২০২৩ সালের প্রথম দিকে লঞ্চ হতে পারে। শোনা যাচ্ছে যে, ভিভো এই বছরের ডিসেম্বরে Vivo X90 সিরিজের স্মার্টফোনগুলি উন্মোচন করবে। এই ফ্ল্যাগশিপ লাইনআপে MediaTek Dimensity 9200 এবং Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেটের পাশাপাশি ১ ইঞ্চির ক্যামেরা সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story