সুপারফাস্ট চার্জিং সহ 50 মেগাপিক্সেল ক্যামেরা, Vivo S17 ও Vivo S17 Pro বাজারে মাতাতে আসছে

ভিভো আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের নতুন স্মার্টফোন সিরিজ Vivo S17 বাজারে আনতে পারে। এই সিরিজের অধীনে তিনটি নতুন হ্যান্ডসেট লঞ্চ হবে – Vivo S17e,…

ভিভো আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের নতুন স্মার্টফোন সিরিজ Vivo S17 বাজারে আনতে পারে। এই সিরিজের অধীনে তিনটি নতুন হ্যান্ডসেট লঞ্চ হবে – Vivo S17e, S17 ও S17 Pro। এই মুহূর্তে ফোনগুলির লঞ্চের তারিখ যদিও সংস্থাটি নিশ্চিত করেনি। তবে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন, এই সিরিজের Vivo S17 ও S17 Pro মডেলের বিশেষ কিছু স্পেসিফিকেশন ফাঁস করেছেন। জানা গেছে ভিভোর এই ফোন দুটি শক্তিশালী প্রসেসর এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা অফার করবে।

Vivo S17 ও Vivo S17 Pro-এর স্পেসিফিকেশন ফাঁস

টিপস্টারের দাবি, Vivo S17 ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি অথবা স্ন্যাপড্রাগন ৭৮২ প্রসেসর ব্যবহার করা হবে। আর Vivo S17 Pro মডেলে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ চিপসেট। এই একই চিপসেট V16 Pro ফোনেও ছিল। ডিসপ্লের কথা বললে, লিক অনুসারে S17 ও S17 Pro হ্যান্ডসেটে ১.৫কে রেজোলিউশনের ডিসপ্লে পাওয়া যাবে, এটি OLED স্ক্রিন হবে। তবে টিপস্টার স্ক্রিনের সাইজ বলেননি।

কিছুদিন আগে এক রিপোর্টে বলা হয়েছিল, এই ভিভো এস১৭ ও ভিভো এস১৭ প্রো মডেলে কোম্পানি যে ডিসপ্লে দেবে তা কার্ভড এজ ডিজাইনের হবে। ফটোগ্রাফির জন্য এই ফোনগুলিতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে। এই ক্যামেরা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করবে। এছাড়া ১২ মেগাপিক্সেল টেলিফটো সেন্সরও দেওয়া হবে।

তবে পিছনের প্যানেলের বাকি ক্যামেরাগুলি সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া এস১৭ এবং এস১৭ প্রো-তে কত এমএএইচ ব্যাটারি দেওয়া হবে সে সম্পর্কেও কোনো তথ্য নেই। তবে ফোনগুলি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসতে পারে।