Vivo S17 ও Vivo S17t স্টাইলিস ডিজাইন সহ লঞ্চ হল, 12 জিবি র্যাম সহ রয়েছে দুর্দান্ত ক্যামেরা
Vivo আজ (৩১শে মে) তাদের হোম-মার্কেটে Vivo S17 স্মার্টফোন সিরিজের ঘোষণা করেছে। নবাগত এই লাইনআপের অধীনে মোট তিনটি ফোন...Vivo আজ (৩১শে মে) তাদের হোম-মার্কেটে Vivo S17 স্মার্টফোন সিরিজের ঘোষণা করেছে। নবাগত এই লাইনআপের অধীনে মোট তিনটি ফোন অন্তর্ভুক্ত, যথা - Vivo S17, Vivo S17t এবং Vivo S17 Pro। যার মধ্যে ভ্যানিলা Vivo S17 এবং S17t ফোন দুটি প্রায় অভিন্ন স্পেসিফিকেশন এবং ডিজাইন অফার করছে। অর্থাৎ উভয় মডেলেই - ১২০ হার্টজ রিফ্রেশ রেটের FHD+ ডিসপ্লে প্যানেল, ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ, ডুয়াল সফ্ট-এলইডি ফ্ল্যাশ ইউনিট যুক্ত ৫০-মেগাপিক্সেলের সেলফি সেন্সর, আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ব্যাটারি বিদ্যমান থাকছে। যদিও Vivo S17 ও Vivo S17t এর চিপসেট বিভাগে তারতম্য নজরে পড়বে। সিরিজের ভ্যানিলা মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস চিপসেট রয়েছে, আর উচ্চতর ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০৫০ প্রসেসর। চলুন Vivo S17 এবং S17t স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশন বিস্তারে জেনে নেওয়া যাক।
Vivo S17 ও Vivo S17t স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ফিচার
প্রথমেই আসা যাক ভিভো এস১৭ স্মার্টফোনের কনফিগারেশন প্রসঙ্গে। এটি ৬.৭৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৮০০x১২৬০ পিক্সেল) কার্ভড-এজ AMOLED ডিসপ্লে সহ এসেছে, যা ৮০০০০০:১ কনট্রাস্ট রেশিও, ১০-বিট কালার, ১০০% DCI-P3 কালার গ্যামেট এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। নিরাপত্তার জন্য এতে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। আর ডিভাইসটির পরিমাপ ১৬৪.১৮x৭৪.৩৭x৭.৪৬ মিমি এবং ওজন ১৮৬ গ্রাম।
উন্নত পারফরম্যান্সের জন্য এস১৭-সিরিজের এই হ্যান্ডসেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস চিপসেট উপস্থিত। ফোনটি ১২ জিবি পর্যন্ত LPDDR4x র্যাম এবং ২৫৬ জিবি (UFS 2.2) / ৫১২ জিবি (UFS 3.1) স্টোরেজ সহ পাওয়া যাবে৷ অবগতির জন্য জানিয়ে রাখি, গত বছরের ভিভো এস১৬ (Vivo S16) -কে আরও শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেটের সাথে আনা হয়েছিল। যাইহোক, আলোচ্য ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৪,৫০৫ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।
ক্যামেরা বিভাগের কথা বললে, সিরিজের স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ Vivo S17 -এ ডুয়াল সফ্ট-এলইডি ফ্ল্যাশ ইউনিট সহ ৫০-মেগাপিক্সেল Samsung JN1 সেলফি ক্যামেরা রয়েছে। আর ডিভাইসের পিছনে রিং-এলইডি ফ্ল্যাশ সমেত ডুয়েল ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল - OIS-এনাবল ৫০-মেগাপিক্সেল Samsung GN5 প্রাইমারি সেন্সর এবং ৮-মেগাপিক্সেল Sony IMX355 আল্ট্রা-ওয়াইড লেন্স। সামনের এবং পিছনের ক্যামেরাগুলি সর্বোচ্চ ৪কে (4K) রেজোলিউশনে ভিডিও ক্যাপচার করতে সমর্থ।
অন্যদিকে, Vivo S17t স্মার্টফোনটি হল মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০৫০ প্রসেসরের সাথে আসা প্রথম ডিভাইস। আর আগেই যেমনটা বলেছি, এই ফোনের বাদবাকি স্পেসিফিকেশনগুলি রেগুলার Vivo S17 -এর অনুরূপ। এক্ষেত্রে সিরিজটির উভয় হ্যান্ডসেট এক সমান কানেক্টিভিটি পোর্ট অফার করে, যেমন - ডুয়াল সিম স্লট, ৫জি, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, জিপিএস, এনএফসি এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট।
প্রসঙ্গত, Vivo S17 সিরিজকে অনন্য তথা নতুন প্রযুক্তির 'পার্টিক্যাল ইন্ক' নামক রিয়ার প্যানেল ডিজাইনের সাথে নিয়ে আসা হয়েছে। ভিভো, ২০২০ সালে একটি গবেষণা প্রকল্পের অধীনে এই প্রযুক্তিটি ডেভেলপ করেছিল৷ এই প্রযুক্তিতে ফোনের রিয়ার প্যানেলে ১৫ মিলিয়ন চৌম্বকীয় কণা (magnetic particles) সাজানোর জন্য অদৃশ্য চৌম্বকীয় শক্তি ব্যবহার করা হয়। পরিশেষে ডিভাইসের পেছনে আলো এবং ছায়ার একটি অনন্য প্যাটার্ন তৈরি করে এই প্রযুক্তি৷ এই 'ইউনিক' ব্যাক প্যানেল ডিজাইন Vivo S17 সিরিজকে চিত্তাকর্ষক ও আকর্ষণীয় লুক দিয়েছে।
Vivo S17 ও Vivo S17t-এর দাম
ভিভো এস১৭ স্মার্টফোনকে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে, যথা - ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, এবং ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ। এই স্টোরেজ অপশনগুলির দাম যথাক্রমে ২,৪৯৯ ইউয়ান (প্রায় ২৯,১০০ টাকা), ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩২,৩০০ টাকা), এবং ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৫,০০ টাকা) ধার্য করা হয়েছে। ফোনটি তিনটি কালার বিকল্পে এসেছে - মাউন্টেন সি গ্রিন (নীল), সি অফ ফ্লাওয়ার্স (গোলাপী) এবং ব্ল্যাক।
ভিভো এস১৭ আগামী ৬ই জুন থেকে চীনে পাওয়া যাবে। যদিও উচ্চতর ভিভো এস১৭টি স্মার্টফোনের দাম এবং প্রাপ্যতা সম্পর্কে এখনো কিছু জানায়নি সংস্থাটি।