50MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল Vivo S18 ও S18 Pro, ফুল চার্জে চলবে 13.5 ঘন্টা
ভিভো অবশেষে বহু প্রতীক্ষিত Vivo S18 সিরিজ লঞ্চ করেছে। নতুন S-লাইনআপে Vivo S18, Vivo S18 Pro এবং Vivo S18e - এই তিনটি...ভিভো অবশেষে বহু প্রতীক্ষিত Vivo S18 সিরিজ লঞ্চ করেছে। নতুন S-লাইনআপে Vivo S18, Vivo S18 Pro এবং Vivo S18e - এই তিনটি মডেল অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে স্ট্যান্ডার্ড ও প্রো - উভয় মডেলই এইচডি+ ওলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। বেস মডেলটি Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর সহ এলেও, Pro মডেলে রয়েছে MediaTek Dimensity 9200+ চিপসেট। আসুন তাহলে Vivo S18 এবং উচ্চতর S18 Pro মডেলের ডিজাইন, স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Vivo S18 এবং Vivo S18 Pro-এর ডিজাইন
ভিভো এস১৮ এবং ভিভো এস১৮ প্রো - উভয় মডেলে আগের মতোই আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল রয়েছে, তবে ইমেজ সেন্সরের বিন্যাস আগের থেকে আলাদা ফোনটির পিছনে দুটি মডিউল রয়েছে। যার ওপরের অর্ধেক অংশে ক্যামেরা সেন্সর ও নীচের অংশে জোড়া এলইডি লাইট সেটআপ রয়েছে। মডিউলে একটি রেগুলার ডুয়েল টোন ফ্ল্যাশ অন্তর্ভুক্ত রয়েছে এবং এর সাথে একটি বৃহত্তর সফ্ট এলইডি লাইট বিদ্যমান, যেটিকে একটি রিং লাইটের মতো নীচের অর্ধেক অংশের সীমানা বরাবর স্থাপন করা রয়েছে।
ভিভো এস১৮ এবং ভিভো এস১৮ প্রো-এর পিছনে একটি প্লাস্টিকের মিড ফ্রেমের সাথে রিয়ার প্যানেলে পালকের মতো প্যাটার্ন রয়েছে। উভয় ফোনই স্লিম এবং হালকা বডির সাথে এসেছে, যা মাত্র ৭.৪৫ মিলিমিটার স্লিম এবং ওজন ১৮৫.৮ গ্রাম (বেস)/ ১৮৭.৮ গ্রাম (প্রো)।
Vivo S18 এবং Vivo S18 Pro-এর স্পেসিফিকেশন
Vivo S18 এবং Vivo S18 Pro-এর সামনের অংশে লম্বা ৬.৭৮ ইঞ্চির কার্ভড-ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২,৮০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। S18 এবং S18 Pro-এর ডিসপ্লেতে সেলফি ক্যামেরার জন্য কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউটও উপস্থিত রয়েছে।
পারফরম্যান্সের ক্ষেত্রে, Vivo S18 ফোনটি Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর দ্বারা চালিত। অন্যদিকে S18 Pro-তে MediaTek Dimensity 9200+ চিপসেট রয়েছে। এই প্রসেসরগুলি সর্বাধিক ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। এটি লক্ষণীয় যে, প্রো মডেলটি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং স্ট্যান্ডার্ড সংস্করণটি এলপিডিডিআর৪এক্স মেমরির সাথে এসেছে। এছাড়াও, Vivo S18 এবং S18 Pro অ্যান্ড্রয়েড ১৪ ওএস ভিত্তিক অরিজিনওএস ৪ (OriginOS 4) কাস্টম স্কিনে চলবে।
ফটোগ্রাফির জন্য, Vivo S18 Pro-এ রয়েছে ৫০ মেগাপিক্সেলের Sony IMX920 প্রাইমারি সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেলের Samsung JNI আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২x অপটিক্যাল জুম সহ একটি ১২ মেগাপিক্সেলের Sony IMX663 টেলিফটো সেন্সর৷ প্রাথমিক সেন্সরটি ফ্ল্যাগশিপ Vivo X100-এও দেখতে পাওয়া যায়। অন্যদিকে, বেস Vivo S18-এর রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স অন্তর্ভুক্ত রয়েছে। দুটি ফোনের সামনেই একটি ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান।
উল্লেখযোগ্যভাবে, Vivo S18 লাইনআপ ১৬ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম সম্প্রসারণের পাশাপাশি ৫০ জিবি স্টোরেজ কম্প্রেশন সাপোর্ট করে। রেগুলার S18 এবং S18 Pro মডেলগুলিকে একটি ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি শক্তি দেয়, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ অফিসিয়াল দাবি অনুযায়ী, Vivo S18 এবং Vivo S18 Pro একবার ফুল চার্জে ১৩.৫ ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে এবং সেলগুলির ৪ বছরের জীবন রয়েছে। এছাড়াও, কোম্পানি ফোনগুলির সাথে ৪ বছরের বিনামূল্যে ব্যাটারি প্রতিস্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে। Vivo S18 এবং Vivo S18 Pro-এর অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ব্লুটুথ ৫.৪/ব্লুটুথ ৫.৩, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, বিভিন্ন অডিও কোডেক সাপোর্ট এবং ফেস রেকগনিশন।
Vivo S18 এবং Vivo S18 Pro-এর মূল্য এবং লভ্যতা
Vivo S18 এবং S18 Pro একাধিক কালার অপশনে বাজারে এসেছে, এগুলি হল - হোয়াইট, গ্রীন এবং ব্ল্যাক। এগুলি বিভিন্ন স্টোরেজ ভার্সনে পাওয়া যাবে -
Vivo S18:
৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ - ২,২৯৯ ইউয়ান (প্রায় ২৭,১১৫ টাকা)
১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ - ২,৫৯৯ ইউয়ান (প্রায় ৩০,৬৫০ টাকা)
১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ - ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩৩,০১০ টাকা)
১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ - ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৫,৩৭০ টাকা)
Vivo S18 Pro:
১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ - ৩,১৯৯ ইউয়ান (প্রায় ৩৭,৭৩০ টাকা)
১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ - ৩,৪৯৯ ইউয়ান (প্রায় ৪১,২৭০ টাকা)
১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ - 3,699 ইউয়ান (প্রায় ৪৩,৬২৫ টাকা)
Vivo S18-এর প্রথম সেল ২২ ডিসেম্বর শুরু হবে, যেখানে S18 Pro মডেলটি S18e-এর পাশাপাশি আগামী ১৩ জানুয়ারী বিক্রির জন্য উপলব্ধ হবে। এই ফোনগুলি গ্লোবাল মার্কেটে কবে আসবে, সেসম্পর্কে এখনও কিছু জানায়নি সংস্থা।