Vivo S18-এর প্রথম ফিচার সামনে চলে এল, আকর্ষণীয় ক্যামেরা ও ডিজাইনেই বাজিমাত

Vivo S সিরিজটি হল কোম্পানির মিড-রেঞ্জ স্মার্টফোন লাইনআপ, যা মূলত মহিলা ইউজারদের লক্ষ্য করে বাজারে আসে। এই সিরিজের...
Ananya Sarkar 1 Nov 2023 4:34 PM IST

Vivo S সিরিজটি হল কোম্পানির মিড-রেঞ্জ স্মার্টফোন লাইনআপ, যা মূলত মহিলা ইউজারদের লক্ষ্য করে বাজারে আসে। এই সিরিজের ডিভাইসগুলি উৎকৃষ্ট মানের সেলফি ক্যামেরা এবং আকষর্ণীয় ডিজাইন অফার করার জন্য ক্রেতাদের মধ্যে বেশ জনপ্রিয়। বর্তমান প্রজন্মের Vivo S17 লাইনআপটি গত জুন মাসে উন্মোচন করা হয়েছিল। যেহেতু ভিভো সিরিজটিকে প্রতি ৬ মাস অন্তর আপডেট করে, তাই Vivo S18 সিরিজটি তেইশের শেষবেলায় বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। জল্পনা বাড়িয়ে এখন স্ট্যান্ডার্ড Vivo S18 ফোনটি 3C (CCC) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে।

Vivo S18 পেল 3C-এর অনুমোদন

V2323A মডেল নম্বর সহ একটি নতুন ভিভো স্মার্টফোন চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। যা প্রকাশ করেছে, ডিভাইসটি ৮০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ আসবে। আইটিহোম তাদের রিপোর্টে উল্লেখ করেছে যে, এই হ্যান্ডসেটটি ভিভো এস১৮ হিসাবে বাজারে আসতে পারে। যদিও অফিশিয়াল ভাবে কোম্পানি কিছু জানায়নি।

জানিয়ে রাখি, কিছু পরিবর্তন সহ ভিভো এস-সিরিজের ফোনগুলিকে চীনের বাইরে বিভিন্ন দেশে ভিভো ভি ব্র্যান্ডিংয়ের সাথে বিক্রি করা হয়। ভিভো ভি৩০ এবং ভিভো ভি৩০ প্রো ফোন দুটিকে সম্প্রতি জিএসএমএ আইএমইআই (GSMA IMEI) ডেটাবেসে দেখা গেছে। অনুমান করা হচ্ছে, ভিভো ভি৩০ এবং 'Vivo V2323A' (সম্ভাব্য ভিভো এস১৮) একই ফোন হতে পারে।

শোনা যাচ্ছে যে, Vivo S18 ফোনটি MediaTek Dimensity 8300 চিপসেট দ্বারা চালিত হবে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহায়ক প্রাইমারি ক্যামেরা এবং পোর্ট্রেটের জন্য একটি টেলিফটো ক্যামেরা অফার করবে। এছাড়া, এটি অ্যান্ড্রয়েড ১৪-এর ওপর ভিত্তি করে ভিভোর লেটেস্ট অরিজিনওএস ৪ (OriginOS 4) কাস্টম স্কিনে রান করবে।

Show Full Article
Next Story