যেমন ক্যামেরা তেমন ব্যাটারি-চার্জিং স্পিড, সবার মন জিততে দুর্দান্ত ফোন আনছে Vivo

ভিভো এই মুহূর্তে তাদের পরবর্তী প্রজন্মের S সিরিজের ফোনগুলিকে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই লাইনে আপে থাকবে দুটি...
Ananya Sarkar 16 May 2024 7:50 PM IST

ভিভো এই মুহূর্তে তাদের পরবর্তী প্রজন্মের S সিরিজের ফোনগুলিকে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই লাইনে আপে থাকবে দুটি মডেল - Vivo S19 এবং Vivo S19 Pro। সম্প্রতি উভয় ফোনকেই চীনের এমআইআইটি (MIIT) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে, যা নির্দেশ করেছেন যে এগুলি লঞ্চ হতে আর খুব বেশি দিন বাকি নেই। তবে এবার লঞ্চের আগেই এক সুপরিচিত টিপস্টার Vivo S19 এবং Vivo S19 Pro উভয় ফোনের জন্য কিছু মূল স্পেসিফিকেশন ফাঁস করেছেন। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

সামনে এল Vivo S19 সিরিজের প্রধান স্পেসিফিকেশন

ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন যে, ভিভো এস১৯ প্রো ১.৫কে (২,৮০০ x ১,২৬০ পিক্সেল) রেজোলিউশন সহ বড় ৬.৭৮ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে। ফোনটিকে শক্তি জোগাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্লাস চিপসেট, যা সর্বোচ্চ ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে।

ফটোগ্রাফির জন্য, ভিভো এস১৯ প্রো ফোনের পিছনে একটি ট্রিপল-ক্যামেরা সেটআপ থাকবে, যা ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং পোর্ট্রেট ক্যাপচার করার জন্য একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স দ্বারা গঠিত৷ আর ফোনের সামনে সেলফির জন্য একটি ৫০ মেগাপিক্সেলের লেন্স অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ভিভো এস১৯ প্রো ফোনটিতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় ৫,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে জানা গেছে।

অন্যদিকে, স্ট্যান্ডার্ড Vivo S19 সর্ম্পকে কম তথ্যই জানা গেছে। টিপস্টার দাবি করেছেন যে এতে Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেটটি ব্যবহৃত হবে, এটি হাই মিড-রেঞ্জের একটি ফোন হিসাবে আত্মপ্রকাশ করবে। Vivo S19 মডেলে বড় ৬,০০০ এমএএইচ ব্যাটারি মিলবে এবং প্রো মডেলের মতো এটিও একই ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।

উল্লেখ্য, ভিভো সাধারণত ছয় মাস অন্তর তাদের S সিরিজের স্মার্টফোনগুলি রিফ্রেশ করে। গত ডিসেম্বরে চীনা মার্কেটে Vivo S18 লাইনটি লঞ্চ হয়েছে, তা বিবেচনা করে আশা করা যায় যে Vivo S19 সিরিজ আগামী মাসে অর্থাৎ জুনের কোনও এক সময় আত্মপ্রকাশ করবে। তাই খুব শীঘ্রই এই স্মার্টফোনগুলি সম্পর্কে আরও তথ্য সামনে আসবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story