ক্যামেরার কামাল দেখাবে Vivo S20 Pro, এস সিরিজের প্রথম ফোন হিসেবে থাকবে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা

ভিভো এস২০ প্রো স্মার্টফোনে ৬.৭ ইঞ্চি ১.৫কে (২৮০০ x ১২৬০ পিক্সেল) রেজোলিউশনের মাইক্রো-কোয়াড কার্ভড ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

Ankita Mondal 14 Nov 2024 3:52 PM IST

চলতি মাসের অর্থাৎ নভেম্বরের শেষে Vivo S20 সিরিজ চীনে লঞ্চ হতে চলেছে। সম্প্রতি এই সিরিজের দুটি ফোনকে চীনের বিভিন্ন সার্টিফিকেশন সাইটে V2429A ও V2430A মডেল নম্বর দেখা গেছে। এগুলি ভিভো এস২০ ও ভিভো এস২০ প্রো নামে বাজারে আসবে। আজ টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এই সিরিজের ডিভাইসগুলির বিশেষ কিছু স্পেসিফিকেশন সামনে এনেছেন। তার দাবি ভিভো এস২০ প্রো হবে ভিভো এস সিরিজের প্রথম ফোন যেখানে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে।

Vivo S20 Pro: স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার বলেছেন যে, ভিভো এস২০ প্রো স্মার্টফোনে ৬.৭ ইঞ্চি ১.৫কে (২৮০০ x ১২৬০ পিক্সেল) রেজোলিউশনের মাইক্রো-কোয়াড কার্ভড ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা থাকবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই প্রো মডেলে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এই ব্যাটারি ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য ভিভো এস২০ প্রো এর সামনে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। আর এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হতে পারে ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৯২১ সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ৩এক্স অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৮২ পেরিস্কোপ টেলিফটো সেন্সর।

এদিকে ভিভো এস২০ স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১ টিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। এতে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর এর ডিসপ্লে সাইজ ও ফিচার প্রো মডেলের মতো থাকতে পারে। ক্যামেরার কথা বললে, এরও সামনে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং পিছনে ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। এটি ৭.১৯ মিমি পুরু হবে।

Show Full Article
Next Story