Vivo S20 ও Vivo S20 Pro লঞ্চ হল পাওয়ারফুল প্রসেসরের সাথে, রয়েছে 50MP সেলফি ক্যামেরা

ভিভো S20 সিরিজের উভয় স্মার্টফোনে আছে 6.67 ইঞ্চি 1.5K রেজোলিউশন ও 120Hz রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে। Vivo S20 ও Vivo S20 Pro স্মার্টফোনে যথাক্রমে ডুয়েল ও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।

Ankita Mondal 30 Nov 2024 11:10 AM IST

Highlights

চীনে Vivo S20 সিরিজের অধীনে দুটি ডিভাইস আজ লঞ্চ হয়েছে - Vivo S20 ও Vivo S20 Pro।

ভিভো S20 সিরিজের বেস মডেলের 8GB RAM ও 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে CNY 2299 (প্রায় 26,800 টাকা)।

ভিভো S20 ফোনে বড় 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। যেখানে প্রো মডেলে আছে 5500mAh ব্যাটারি।


Vivo S20 সিরিজ প্রত্যাশা মতোই আজ লঞ্চ হল। এই সিরিজের দাম শুরু হয়েছে প্রায় 26,000 টাকা থেকে। চীনে লঞ্চ হওয়া এই সিরিজের অধীনে দুটি ডিভাইস বাজারে এসেছে - Vivo S20 ও Vivo S20 Pro। প্রথম মডেলে Snapdragon প্রসেসর ও ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। যেখানে প্রো মডেল Mediatek প্রসেসর ও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে। আসুন এদের দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo S20 Series: দাম ও প্রাপ্যতা

ভিভো S20 ও ভিভো S20 প্রো যথাক্রমে চারটি ও তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। বেস মডেলের 8GB RAM ও 256GB স্টোরেজ এবং প্রো মডেলের 12GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে CNY 2299 (প্রায় 26,800 টাকা) ও CNY 3399 (প্রায় 39,600 টাকা)। অন্যান্য স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য নীচে দেওয়া হল।

Vivo S20

12GB + 256GB: 2599 ইউয়ান (প্রায় 30,300 টাকা)

12GB + 512GB: 2799 ইউয়ান (প্রায় 32,600 টাকা)

16GB + 512GB: 2999 ইউয়ান (প্রায় 35,000 টাকা)

Vivo S20 Pro

16GB + 256GB: 3799 ইউয়ান (প্রায় 44,300 টাকা)

16GB + 512GB: 3999 ইউয়ান (প্রায় 46,600 টাকা)

আপাতত ডিভাইসগুলি প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। আগামী 6 ডিসেম্বর থেকে এই সিরিজের সেল শুরু হবে। এগুলি গ্লোবাল মার্কেটে কবে আসবে তা এখনও জানা যায়নি।

Vivo S20 Series: স্পেসিফিকেশন ও ফিচার

ডিসপ্লে ও ডিজাইন

ভিভো S20 সিরিজের উভয় স্মার্টফোনে আছে 6.67 ইঞ্চি 1.5K রেজোলিউশন ও 120Hz রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে। বেস মডেলে ফ্লাট স্ক্রিন এবং প্রো ভ্যারিয়েন্টে কোয়াড কার্ভড স্ক্রিন দেখা যাবে। উভয় স্ক্রিন 4500 নিট পর্যন্ত ব্রাইটনেস অফার করবে।

এই সিরিজের ফোনগুলি ফোনিক্স ফেদার গোল্ড, পার্পেল এয়ার ফ্রম দা ইস্ট, জেড ডিউ হোয়াইট, পিঙ্ক স্মোক ইঙ্ক‌ সহ আরও কয়েকটি কালারে পাওয়া যাবে। প্রত্যেকটি কালার দেখতে অত্যন্ত সুন্দর।

প্রসেসর ও পারফরম্যান্স

ভিভো S20 হ্যান্ডসেটে স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট ব্যবহার করা হয়েছে। যেখানে S20 প্রো এসেছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9300+ চিপসেটের সাথে। উভয় মডেল 16 জিবি পর্যন্ত র‌্যাম ও 512 জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। এগুলি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক অরিজিন ওএস কাস্টম স্কিনে চলবে।

ফটোগ্রাফি ও ক্যামেরা

Vivo S20 ও Vivo S20 Pro স্মার্টফোনে যথাক্রমে ডুয়েল ও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। প্রথম মডেলে ওআইএস সহ 50MP প্রাইমারি সেন্সর ও 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। আবার প্রো মডেলে আছে ওআইএস সহ 50MP প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রা ওয়াইড লেন্স ও 3x অপটিক্যাল জুম সহ 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য উভয় ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি ও চার্জিং

ভিভো S20 ফোনে বড় 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। যেখানে প্রো মডেলে আছে 5500mAh ব্যাটারি। উভয় ডিভাইসে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Show Full Article
Next Story