Vivo S20 Pro Specifications

অপেক্ষা শেষ, তুখোড় ফিচার সহ ভিভো এস২০ ও‌ ভিভো এস২০ প্রো নভেম্বরে লঞ্চ হচ্ছে

Vivo S20 Pro Specifications - ভিভো এস২০ ফোনটি স্লিম ডিজাইনের সাথে আসবে, বড় ৬,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকা সত্ত্বেও। আর ফোনের সামনে ১.৫কে রেজোলিউশন সহ ফ্ল্যাট ওলেড (OLED) ডিসপ্লে থাকবে এবং পিছনে ডুয়েল-ক্যামেরা সেটআপ অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে।

Julai Mondal 6 Nov 2024 10:16 PM IST

ভিভো শীঘ্রই চীনে Vivo S20 সিরিজ লঞ্চ করবে বলে মনে করা হচ্ছে। কেননা এই লাইনআপের ডিভাইসগুলিকে সম্প্রতি বিভিন্ন সার্টিফিকেশন সাইটগুলিতে দেখতে পাওয়া যাচ্ছে। একটি নতুন রিপোর্ট এখন ভিভো এস২০ সিরিজের জন্য কিছু মূল স্পেসিফিকেশন সহ একটি সম্ভাব্য লঞ্চের টাইমলাইন প্রকাশ করেছে। এক নির্ভরযোগ্য চীনা টিপস্টার জানিয়েছেন যে, ভিভো এস২০ সিরিজ এমাসের শেষের দিকে আত্মপ্রকাশ করতে পারে। সিরিজটি সম্ভবত ওপ্পো রেনো ১৩ সিরিজের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, যা চলতি নভেম্বরেই লঞ্চ হতে চলেছে।

ভিভো এস২০ সিরিজের স্পেসিফিকেশন

ভিভো এস২০ ফোনটি স্লিম ডিজাইনের সাথে আসবে, বড় ৬,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকা সত্ত্বেও। আর ফোনের সামনে ১.৫কে রেজোলিউশন সহ ফ্ল্যাট ওলেড (OLED) ডিসপ্লে থাকবে এবং পিছনে ডুয়েল-ক্যামেরা সেটআপ অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, ভিভো এস২০ প্রো কাভর্ড-এজের স্ক্রিন এবং একটি টেলিফটো লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেমের সাথে আসবে বলে শোনা যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী, স্ট্যান্ডার্ড ভিভো এস২০ সম্ভবত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ সিরিজের প্রসেসরে চলবে। কিছু প্রতিবেদনে এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট হবে বলে উল্লেখ করা হয়েছে। এদিকে, ভিভো এস২০ প্রো ডাইমেনসিটি ৯৩০০ দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে।

জানিয়ে রাখি, ভি২৪২৯এ মডেল নম্বর সহ একটি ভিভো ডিভাইস চীনের টেনা (TENAA) এবং চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C)-এও উপস্থিত হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে নামটি নিশ্চিত করা হয়নি, তবে এর তালিকাভুক্ত স্পেসিফিকেশনের ভিত্তিতে এই ডিভাইসটি সম্ভবত ভিভো এস২০। ফোনটিতে ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ২,৮০০ x ১,২৬০ পিক্সেল রেজোলিউশন অফার করবে। এতে সর্বাধিক ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ মিলবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনটিতে বড় ৬,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ভিভো এস২০ হ্যান্ডসেটের রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেল (প্রাইমারি) + ৮ মেগাপিক্সেলের সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ফোনের সামনে একটি ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। ফোনটির অতিরিক্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি আইআর (IR) ব্লাস্টার এবং একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিভাইসটির পরিমাপ ১৬০.৩৫ x ৭৪.১৮ x ৭.১৯ মিলিমিটার এবং ওজন ১৮৫.৫ গ্রাম হবে।

Show Full Article
Next Story