Vivo T1 Pro 5G খুব শক্তিশালী প্রসেসর ও 64MP ট্রিপল ক্যামেরা-সহ লঞ্চ হল, গেমিংয়ের জন্য বিশেষ ফিচার

ভিভো গত মার্চে ভারতে তাদের T সিরিজের প্রথম হ্যান্ডসেট Vivo T1 5G নিয়ে এসেছিল। Snapdragon 695 প্রসেসরের সঙ্গে আত্মপ্রকাশ...
techgup 4 May 2022 2:09 PM IST

ভিভো গত মার্চে ভারতে তাদের T সিরিজের প্রথম হ্যান্ডসেট Vivo T1 5G নিয়ে এসেছিল। Snapdragon 695 প্রসেসরের সঙ্গে আত্মপ্রকাশ করেছিল এটি। আর আজ স্মার্টফোনটির আপগ্রেড ভার্সন এ দেশে লঞ্চ করল ভিভো। একসাথে দু'টি ডিভাইস নিয়ে এসেছে তারা। প্রথমটি Vivo T1 Pro 5G এবং দ্বিতীয়টি Vivo T1 44W। এই প্রতিবেদনে প্রথম মডেলটির দাম, স্পেসিফিকেশন ও ফিচারগুলির ব্যাপারে আলোচনা রইল।

Vivo T1 Pro 5G-এর হাইলাইটগুলি হল হাই রিফ্রেশ রেটযুক্ত AMOLED ডিসপ্লে, Qualcomm-এর অত্যন্ত শক্তিশালী Snapdragon 778G 5G প্রসেসর, এবং সুপারফাস্ট চার্জিং সাপোর্ট। Vivo T1 Pro 5G আবার দেখতে অনেকটা iQOO Z6 Pro 5G-এর মতো। যা এপ্রিলের শেষান্তে ভারতে লঞ্চ হয়েছে।

Vivo T1 Pro 5G স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো টি১ প্রো ৫জি ওয়াটারড্রপ নচ-সহ ৬.৪৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে, যা ফুল-এইচডি প্লাস রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এইচডিআর১০+, এবং ১৩০০ নিটস পিক ব্রাইটনেস অফার করবে। ভিভো টি১ প্রো ৫জি-র অভ্যন্তরে স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর রয়েছে। যা বর্তমানে স্ন্যাপড্রাগন ৭ সিরিজের সবচেয়ে পাওয়ারফুল চিপসেট হিসাবে পরিচিত।

অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে বুট হবে Vivo T1 Pro 5G। তার সঙ্গে ভিভোর নিজস্ব ফানটাস ওএস ১২ রয়েছে‌। হ্যান্ডসেটটির ৪,৭০০ এমএএইচ ব্যাটারি ৬৬ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি সমর্থন করে। ভিভোর দাবি, এর ফলে টি১-এর ব্যাটারি ১৮ মিনিটে অর্ধেক চার্জ হয়‌। উন্নত গেমিং এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য জেড-অ্যাক্সিস লিনিয়ার মোটর, ভেপার চেম্বার লিকুইড কুলিং সিস্টেমের সাথে এসেছে এটি।

ভিভো টি১ প্রো ৫জি-এর নচের ভিতর ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও রিয়ার প্যানেলে ৬৪ মেগাপিক্সেল মেইন ক্যামেরা + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা + ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। ৮ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ এই ফোন।

Vivo T1 Pro 5G দাম

ভিভো টি১ প্রো ৫জি-এর ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে যথাক্রমে ২৩,৯৯৯ টাকা ও ২৪,৯৯৯ টাকা। টার্বো সায়ান ও টার্বো ব্ল্যাক কালার অপশনে বেছে নেওয়া যাবে এটি‌।

Show Full Article
Next Story