1500 টাকা ছাড়, 64 মেগাপিক্সেল ক্যামেরার Vivo T2 5G ফোনের সেল শুরু, মাসিক কিস্তিতে কেনার সুবিধা

গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Vivo T2 5G। আর আজ ফোনটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। দুপুর বারোটায় Flipkart ও Vivo Online Store…

গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Vivo T2 5G। আর আজ ফোনটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। দুপুর বারোটায় Flipkart ও Vivo Online Store থেকে ডিভাইসটি কেনা যাবে। সেল অফার হিসেবে ক্রেতারা আকর্ষণীয় ব্যাংক অফারের লাভ ওঠাতে পারবেন। ফিচারের ক্ষেত্রে Vivo T2 5G ফোনে পাওয়া যাবে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৩ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ও ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।

Vivo T2 5G-এর আজ থেকে সেল শুরু

ভারতে Vivo T2 5G ফোন দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়, যেগুলি হল ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ। এই দুই ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১৮,৯৯৯ টাকা ও ২০,৯৯৯ টাকা।

Vivo V2 5G দুটি কালার অপশনে এসেছে, যথা – ভেলোসিটি ওয়েভ এবং নাইট্রো ব্লেজ। সেল অফারের কথা বললে HDFC, SBI, ICICI ব্যাংকের কার্ডধারীরা ফোনটির দামের উপর ১,৫০০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট পাবেন। সাথে রয়েছে ইএমআই ও এক্সচেঞ্জ অফার।

Vivo T2 5G-এর স্পেসিফিকেশন ও ফিচার

ডুয়েল সিমের ভিভো টি২ ৫জি ফোনের সামনে দেখা যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৩৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪০০×১০৮০ পিক্সেল) AMOLED ওয়াটারড্রপ নচ স্টাইলের ডিসপ্লে, যা ১,৩০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য টি২-সিরিজের এই নয়া স্মার্টফোনে অ্যাড্রেন ৬১৯ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ভিভো টি২ ৫জি ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস (Funtouch OS) কাস্টম স্কিনে রান করবে। আর সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে এই হ্যান্ডসেটে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থন করে।

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য Vivo T2 5G ফোনে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর এর পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – OIS ও EIS প্রযুক্ত সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল বোকেহ সেকেন্ডারি সেন্সর।

এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে – ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত। এর ওজন ১৭২ গ্রাম এবং পরিমাপ ১৫৮.৯১x৭৩.৫৩x৭.৮০ মিমি

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন