সস্তা Vivo T2 5G ও Vivo T2x 5G আগামী মাসেই ভারতে এন্ট্রি নিচ্ছে, দাম থাকবে 20 হাজার টাকার কম
Vivo তাদের T2-সিরিজের দুটি নতুন স্মার্টফোন শীঘ্রই ভারতীয় বাজারে লঞ্চ করতে চলেছে। আগামী এপ্রিল মাসে ডিভাইস দুটি এদেশে পা...Vivo তাদের T2-সিরিজের দুটি নতুন স্মার্টফোন শীঘ্রই ভারতীয় বাজারে লঞ্চ করতে চলেছে। আগামী এপ্রিল মাসে ডিভাইস দুটি এদেশে পা রাখবে বলে কয়েকদিন আগে এক টিপস্টার দাবি করেছিলেন। আর তার দাবি যে সঠিক হতে চলেছে তা নয়া রিপোর্ট থেকে স্পষ্ট। কারণ আজ Vivo T2 লাইনআপের আসন্ন হ্যান্ডসেট দুটিকে Google Supported Devices প্ল্যাটফর্মে তালিকাভুক্ত করা হয়েছে। জানা গেছে, আসন্ন স্মার্টফোন-দ্বয় Vivo T2 5G এবং Vivo T2x 5G নামে ভারতে আত্মপ্রকাশ করবে।
Google Supported Devices সাইটে অন্তর্ভুক্ত হল Vivo T2 5G এবং T2x 5G
আপকামিং ভিভো টি২ ৫জি এবং টি২এক্স ৫জি স্মার্টফোন দুটিকে যথাক্রমে V2222 এবং V2225 মডেল নম্বর সহ গুগল সাপোর্টেড ডিভাইস সাইটে তালিকাভুক্ত করা হয়েছে। এক্ষেত্রে জানিয়ে রাখি, উভয় মডেলকেই যথাক্রমে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে প্লে কনসোলে (play Console) খুঁজে পাওয়া গিয়েছিল। যার দরুন ফোন দুটির বেশ কয়েকটি কী-স্পেসিফিকেশন ফাঁস হয়।
প্লে কনসোল লিস্টিং অনুসারে, ভিভো টি২ সিরিজ অন্তর্গত আসন্ন ৫জি-এনাবল হ্যান্ডসেটগুলি প্রায় এক সমান স্পেসিফিকেশন বহন করবে। যেমন উভয় স্মার্টফোনেই - ফুল এইচডি প্লাস ডিসপ্লে প্যানেল, ৮ জিবি র্যাম, ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম পাওয়া যাবে। যদিও চিপসেটের ক্ষেত্রে পার্থক্য থাকবে। এক্ষেত্রে, ভিভো টি২ ৫জি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর সহ আসবে এবং ভিভো টি২এক্স ৫জি -তে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর।
আর যেমনটি আমরা আগেই বলেছি, আসন্ন টি২-সিরিজের স্মার্টফোনগুলি মিড-রেঞ্জ সেগমেন্টের অধীনে আসতে পারে। অর্থাৎ এগুলির দাম ভারতীয় বাজারে ২০,০০০ টাকার কম রাখা হতে পারে। প্রসঙ্গত একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, আসন্ন হ্যান্ডসেটগুলির মধ্যে একটি ভিভো ব্র্যান্ডের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ৫জি-এনাবল স্মার্টফোন হিসাবে বাজারে পা রাখবে বলে আশা করা হচ্ছে। যাইহোক, লঞ্চ-পরবর্তী সময়ে ভিভো টি২ ৫জি এবং টি২এক্স ৫জি উভয় ফোনকেই সম্ভবত ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) থেকে পাওয়া যাবে।
বিভিন্ন সার্টিফিকেশন সাইটের মাধ্যমে ফোনগুলির সম্ভাব্য ফিচার ও দাম সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে এখনো কোনো টিজার রিলিজ করতে দেখা যায়নি। তবে যেহেতু T2 5G এবং T2x 5G স্মার্টফোনের লঞ্চের সময় ঘনিয়ে আসছে, সেহেতু Vivo খুব শীঘ্রই ডিভাইসগুলির জন্য আনুষ্ঠানিকভাবে টিজার পোস্টার সহ ফিচার প্রকাশ্যে আনবে বলে আশা রাখছি আমরা।
প্রসঙ্গত, ভিভোর সাব-ব্র্যান্ড iQOO আগামী এপ্রিল মাসে ভারতে Z7x 5G নামের একটি নয়া হ্যান্ডসেট লঞ্চ করার ঘোষণা করেছে। আর ৩রা এপ্রিল ব্র্যান্ডটি ইন্দোনেশিয়ায় iQOO Z7 5G (চীনা সংস্করণ) এবং iQOO Z7x 5G মডেল দুটি উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে।