3500 টাকা পর্যন্ত দাম কমলো Vivo T2 5G এবং Vivo Y56 5G ফোনের, সীমিত সময়ের অফার
স্মার্টফোন ক্রেতাদের জন্য সুখবর! ভারতে দাম কমলো Vivo T2 5G এবং Vivo Y56 5G মডেলের। সংস্থার ঘোষণা অনুসারে, হাই-বাজেট...স্মার্টফোন ক্রেতাদের জন্য সুখবর! ভারতে দাম কমলো Vivo T2 5G এবং Vivo Y56 5G মডেলের। সংস্থার ঘোষণা অনুসারে, হাই-বাজেট রেঞ্জের অধীনে আসা এই হ্যান্ডসেট দুটির বিক্রয় মূল্য এদেশে ২,০০০ টাকা পর্যন্ত হ্রাসপ্রাপ্ত করা হয়েছে। আবার অন্যান্য অফারের লাভ ওঠাতে পারলে আরো কয়েক হাজার টাকা সাশ্রয় করতে পারবেন ক্রেতারা। তবে আগেই বলে দিই, Vivo তাদের এই স্মার্টফোন দুটির দাম সাময়িকভাবে কমিয়েছে। আর উপলব্ধ অফারগুলিও সীমিত সময়ের জন্যই পাওয়া যাবে। তাই আর দেরি না করে চলুন Vivo T2 5G এবং Vivo Y56 5G ফোনের নতুন দাম ও অফার দেখে নেওয়া যাক।
Vivo T2 5G এবং Vivo Y56 5G এর নতুন মূল্য ও ব্যাঙ্ক অফার
লঞ্চকালীন সময়ে ভিভো টি২ ৫জি স্মার্টফোনের ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে ১৮,৯৯৯ টাকা ও ২০,৯৯৯ টাকা রাখা হয়েছিল। কিন্তু ভিভো সম্প্রতি এদের মূল্য ২,০০০ টাকা হ্রাসের পর, এখন এগুলি ১৬,৯৯৯ টাকা থেকে পাওয়া যাবে। এই বিক্রয় মূল্য ফোনটির ৬ জিবি র্যাম ভ্যারিয়েন্টের। আর ৮ জিবি র্যাম বিকল্পটি ১৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। অন্যান্য অফারের কথা বললে, IndusInd, Federal, Bank of Baroda এবং Yes ব্যাঙ্কের কার্ডহোল্ডারদের ১,৫০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করা হবে।
অন্যদিকে ফেব্রুয়ারি মাসে আত্মপ্রকাশ করা Vivo Y56 5G স্মার্টফোনের ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। আর উচ্চতর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম ১৮,৯৯৯ টাকা। ডিভাইসটির উভয় স্টোরেজ বিকল্প এখন ১,০০০ টাকা কমে বিক্রি হচ্ছে। অর্থাৎ উক্ত ফোনের ৪ জিবি এবং ৮ জিবি র্যাম অপশন এই মুহূর্তে যথাক্রমে ১৫,৯৯৯ টাকায় ও ১৭,৯৯৯ টাকায় উপলব্ধ। তদুপরি ব্যাঙ্ক অফার হিসাবে, IndusInd, ICICI, DBS, IDFC এবং Yes ব্যাঙ্কের কার্ড ও Onecard কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ফ্লাট ১,৫০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে।
আগ্রহী ক্রেতাদের জানিয়ে রাখি, ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট, ভিভো সংস্থার অনলাইন স্টোর এবং পার্টনার রিটেল আউটলেটগুলির মাধ্যমে স্মার্টফোন দুটি হ্রাসপ্রাপ্ত মূল্যে ক্রয় করা যাবে। তবে আগেই বলে দিই, এই অফার আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত বৈধ থাকবে।
Vivo T2 5G এর স্পেসিফিকেশন
ভিভো টি২ ৫জি স্মার্টফোনে রয়েছে ৬.৩৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪০০×১০৮০ পিক্সেল) AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটারড্রপ নচ স্টাইলের এবং এটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ১,৩০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর এবং অ্যাড্রেন ৬১৯ জিপিইউ ব্যবহার করা হয়েছে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (Funtouch OS 13) কাস্টম স্কিনে রান করে। এই ফোনে ৩ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র্যাম ফিচারও সাপোর্ট করে।
Vivo T2 5G স্মার্টফোনের ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল – OIS ও EIS প্রযুক্ত সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল বোকেহ সেকেন্ডারি সেন্সর। এদিকে ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত। Vivo T2 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। আর সিকিউরিটি ফিচার হিসাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।
Vivo Y56 5G এর স্পেসিফিকেশন
ভিভো ওয়াই৫৬ ৫জি ফোনে ৬.৫৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে আছে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০:৯ এসপেক্ট রেশিও সাপোর্ট করে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসরের সাথে এসেছে। এই ফোনেও অতিরিক্তভাবে আরো ৮ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র্যাম ফিচার সাপোর্ট করে।
Vivo Y56 5G ফোনে LED ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট উপস্থিত। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের সুবিধার্থে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। ভিভো ব্র্যান্ডিংয়ের এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত, যা ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করে। এছাড়া নিরাপত্তার জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।