Vivo T2 Pro 5G: মাল্টিটাস্কিং থেকে গেমিং সব হবে মাখনের মতো, নতুন ফোনের অবাক করা তথ্য দিল ভিভো

ভিভো আগেই ঘোষণা করেছে যে, তারা আগামী ২২ সেপ্টেম্বর তাদের T-সিরিজে অন্তর্ভুক্ত Vivo T2 Pro 5G ভারতে লঞ্চ করবে। স্মার্টফোনটি এক্সক্লুসিভলি ফ্লিপকার্ট (Flipkart)-এ পাওয়া যাবে…

ভিভো আগেই ঘোষণা করেছে যে, তারা আগামী ২২ সেপ্টেম্বর তাদের T-সিরিজে অন্তর্ভুক্ত Vivo T2 Pro 5G ভারতে লঞ্চ করবে। স্মার্টফোনটি এক্সক্লুসিভলি ফ্লিপকার্ট (Flipkart)-এ পাওয়া যাবে বলেও নিশ্চিত করা হয়েছে। আর এখন ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে T2 Pro 5G-এর চিপসেটের নাম প্রকাশ করেছে। বিস্তারিত বলার আগে জানিয়ে রাখি ফোনটি MediaTek Dimensity 7 সিরিজের প্রসেসরের সাথে বাজারে আসতে চলেছে।

প্রকাশ্যে এল Vivo T2 Pro 5G-এর প্রসসরের নাম

ভিভো অফিশিয়ালি ঘোষণা করেছে যে, ভিভো টি২ প্রো ৫জি মিডিয়াটেকের ডাইমেনসিটি ৭২০০ ৫জি প্রসেসরের সাথে আসবে। যার ফলে এটি তার প্রাইস সেগমেন্টে দ্রুততম স্মার্টফোন হয়ে উঠবে বলে দাবি করা হয়েছে। প্রসঙ্গত, ফোনটি গিকবেঞ্চ ৬-এর সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে ১,১৬১ এবং ২,৬২৫ পয়েন্ট স্কোর করেছে।

এছাড়াও, স্মার্টফোনটি আনটুটু (AnTuTu) বেঞ্চমার্ক টেস্টে ৬,০০,০০০ পয়েন্ট অর্জন করেছে বলে খবর এসেছে। জানিয়ে রাখি, ডাইমেনসিটি ৭২০০ হল তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর দ্বিতীয় প্রজন্মের ৪ ন্যানোমিটার প্রক্রিয়ার ওপর ভিত্তি করে নির্মিত মোটামুটি নতুন চিপ। ওপ্পো সম্প্রতি একই প্রসেসরের সাথে চীনে এ২ প্রো লঞ্চ করেছে।

Vivo T2 Pro 5G-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

ভিভো টি২ প্রো ৫জি-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৩ডি (3D) কার্ভড ডিসপ্লে থাকবে, যা আল্ট্রা-স্লিম ডিজাইন অফার করবে। এর কার্ভড এজগুলি যেমন গ্রিপ শক্ত করে, তেমনই আরামদায়ক। হ্যান্ডসেটটির রিয়ার ক্যামেরা মডিউলকে ঘিরে অরা লাইট থাকবে, যা অন্যতম আকর্ষণ হিসাবে বিবেচিত হতে পারে।

এছাড়াও শোনা যাচ্ছে যে, Vivo T2 Pro 5G-এ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। ফোনটি ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ অপশনে মিলতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo T2 Pro 5G-এ সম্ভবত ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৬০০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হবে। এটি সংস্থার সাব ব্র্যান্ড আইকো (iQOO)-এর Z7 Pro 5G-এর মতো অনুরূপ স্পেসিফিকেশন অফার করবে বলে শোনা যাচ্ছে।