64 মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে Vivo T2 Pro, পাওয়া যাবে Flipkart থেকে

চলতি বছরের শুরুতে ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছিল Vivo T2 স্মার্টফোন। চীনা ব্র্যান্ডটি এখন এই একই সিরিজের অধীনে আরেকটি...
SUPARNA 12 Sept 2023 8:33 PM IST

চলতি বছরের শুরুতে ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছিল Vivo T2 স্মার্টফোন। চীনা ব্র্যান্ডটি এখন এই একই সিরিজের অধীনে আরেকটি নয়া তথা হাই-এন্ড ভ্যারিয়েন্ট লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ডিভাইসটির নাম Vivo T2 Pro রাখা হবে বলে নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি এই ফোনের ফিচারও ফাঁস হয়েছে। আর আজ সংস্থাটিকে তাদের এই আসন্ন স্মার্টফোনের জন্য একটি টিজার ভিডিও শেয়ার করতে দেখা গেল, যা নিশ্চিত করেছে যে, Vivo T2 Pro একটি 5G-এনাবল হ্যান্ডসেট হবে এবং লঞ্চ-পরবর্তী সময়ে এটিকে ই-কমার্স সাইট Flipkart -এর মাধ্যমে বিক্রি করা হবে।

Vivo T2 Pro 5G স্মার্টফোনের ভিডিও টিজার শেয়ার করল সংস্থা, শীঘ্রই ভারতে লঞ্চের ইঙ্গিত

ভিভো সম্প্ৰতি তাদের আধিকারিক X হ্যান্ডেলে আপকামিং টি২ প্রো ৫জি ফোনের জন্য একটি টিজার ভিডিও শেয়ার করেছে। টিজার ভিডিও অনুসারে, ডিভাইসটি কার্ভড ডিসপ্লে প্যানেলের সাথে আসবে। এই টাচস্ক্রিনের ঠিক মধ্যিখানে ছোট নচ কাটআউট লক্ষ্যণীয়, যার ভিতরে সেলফি ক্যামেরা অবস্থান করবে। আবার ফোনের ডান প্রান্তে, ভলিউম রকার এবং পাওয়ার বাটন নজরে পড়েছে। তবে পাওয়ার বাটনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড থাকবে না বলেই মনে হচ্ছে। সম্ভবত ফোনটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করবে। এদিকে ভিডিও -তে, ভিভো টি২ প্রো -এর চারপাশের মেটাল ফ্রেম দেখা গেছে। এছাড়া সদ্য প্রকাশ্যে আসা এই টিজার নিশ্চিত করেছে যে, আসন্ন এই ৫জি মডেলটি লঞ্চের পর ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) থেকে কেনা যাবে।

Vivo T2 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন

Vivo T2 Pro স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১২০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সমর্থিত ফুল এইচডি প্লাস ৩ডি কার্ভড ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৬৪-মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা সহ আসতে পারে। এই ৫জি ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রসেসর থাকবে। এছাড়া পূর্ববর্তী কয়েকটি লিক অনুসারে, ভিভো ব্র্যান্ডিংয়ের এই লেটেস্ট হ্যান্ডসেট ৭.৪ মিমি পুরু এবং ওজনেও বেশ হালকা হবে।

Show Full Article
Next Story