4000 টাকা দাম কমলো Vivo-র দ্রুত বিক্রি হওয়া এই 5G ফোনের, এখানে রয়েছে অফার

চলতি বছর ভিভো তাদের বাজেট ডিভাইস হিসেবে Vivo T2 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের একটি ফোন হল Vivo T2x। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট একে ভিভোর দ্রুততম…

চলতি বছর ভিভো তাদের বাজেট ডিভাইস হিসেবে Vivo T2 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের একটি ফোন হল Vivo T2x। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট একে ভিভোর দ্রুততম বিক্রি হওয়া স্মার্টফোনের তকমা দিয়েছে। তাই আপনি যদি নতুন স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে এটি কিনতে পারেন। আমরা এখানে Vivo T2x 5G ফোনের সাথে পাওয়া অফার সম্পর্কে বলবো‌।

vivo ৪০০০ টাকার মোবাইল

Vivo T2x 5G ফোনের উপর বড় ছাড় 

ফ্লিপকার্ট থেকে ভিভো টি২এক্স ৫জি (১২৮ জিবি + ৪ জিবি র‌্যাম) কম দামে অর্ডার করা যাবে। এই ফোনের এমআরপি ১৭,৯৯৯ টাকা, তবে আপনি ৩৩% ছাড়ে এটি ১১,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এছাড়াও, রয়েছে ব্যাংক অফার। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে পাওয়া যাবে ৫ শতাংশ ক্যাশব্যাক। এছাড়া ইএমআই দিয়েও এটি কেনা যাবে, এর জন্য আপনাকে প্রতি মাসে ৪২২ টাকা খরচ করতে হবে। 

Vivo T2x 5G এর ফিচার

Vivo T2x 5G ফোনে আছে ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম সহ পাওয়া যাবে। এই ডিভাইসে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচারসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও এফ/২.৪ অ্যাপারচারসহ ২ মেগাপিক্সেল সেন্সর।

সেলফির জন্য এতে পাওয়া যাবে এফ/২.০ অ্যাপারচারসহ ৮ মেগাপিক্সেল সেন্সর। ফোনটি ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ সহ এসেছে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন