সেলের অপেক্ষা করতে হবেনা! Vivo-র 21 হাজারের 5G ফোন এখনই মিলছে 10000 টাকার কমে

স্লিম ডিজাইন, লাইট ওএস এবং লং টাইম ইউজের জন্য অনেক স্মার্টফোন ক্রেতার কাছেই Vivo ব্র্যান্ডটি প্রথম পছন্দ। সেক্ষেত্রে...
Anwesha Nandi 12 Jan 2024 12:46 PM IST

স্লিম ডিজাইন, লাইট ওএস এবং লং টাইম ইউজের জন্য অনেক স্মার্টফোন ক্রেতার কাছেই Vivo ব্র্যান্ডটি প্রথম পছন্দ। সেক্ষেত্রে আপনি যদি এই জানুয়ারিতে এই জনপ্রিয় (পড়ুন ভারতের অন্যতম বৃহত্তম) ব্র্যান্ডের একটি ফোন কিনে বছরের বাকি দিন কাটাতে চান, তাও আবার বাজেট রেঞ্জে – তাহলে Vivo T2x 5G মডেলটি আপনার জন্য ভালো বিকল্প হতে পারে। আসলে এই ফোনটির দাম এমনিতে অনেক কম, আবার এখন এতে অনেকটা ছাড়ও পাওয়া যাচ্ছে। এদিকে Vivo T2x 5G স্মার্টফোনে 5000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা ইত্যাদি চমৎকার ফিচারও আছে। তো আসুন, এটি কেনার আগে বর্তমান অফার এবং ফোনটির স্পেসিফিকেশন বিশদে জেনে নিই।

রিপাবলিক সেলের আগেই সস্তা Vivo T2x 5G ফোন, দেখে নিন অফার

ভিভো টি২এক্স ৫জি ফোনের ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ২০,৯৯৯ টাকা। তবে এখন ফ্লিপকার্ট (Flipkart)-এর অফারে ১৪,৯৯৯ টাকায় অর্ডার করা যাবে। এদিকে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক (Flipkart Axis Bank) কার্ড ব্যবহার করে স্মার্টফোনটি কিনলে ৫% ক্যাশব্যাক অতিরিক্ত ছাড় হিসেবে পাওয়া যাবে।

তবে এক্সচেঞ্জ অফারের আওতায় আপনি সবচেয়ে বেশি সাশ্রয় করতে পারবেন। এক্ষেত্রে আপনি যদি আপনার পুরোনো স্মার্টফোনের বিনিময়ে ১৩,৭০০ টাকা পর্যন্ত ছাড় বা এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন। যদিও এই ছাড়ের অঙ্কটা নির্ভর করবে পুরোনো স্মার্টফোনের ব্র্যান্ড, মডেল এবং বর্তমান ফিজিক্যাল অবস্থার ওপর। এছাড়া এই ফোন ইএমআইয়েও কেনা যাবে।

Vivo T2x 5G-এর স্পেসিফিকেশন

ভিভো টি২এক্স ৫জি স্মার্টফোনটিতে ৬.৫৮ ইঞ্চি ফুলএইচডি+ (রেজোলিউশন ১০৮০×২৪০৮ পিক্সেল) এলসিডি ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর, যার সাথে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ মিলবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটি অফার করবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আর ফটোগ্রাফির জন্য থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি (অ্যাপারচার এফ/১.৮) ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।

Show Full Article
Next Story