বাজেটে দুর্দান্ত স্পিড, ফাস্টেস্ট স্মার্টফোন আনতে চলেছে Vivo, ফিচার্সও পছন্দ হবে

ভিভো তাদের T-সিরিজের অধীনে নতুন Vivo T3 5G স্মার্টফোনটি আগামী 21 মার্চ ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করতে চলেছে। এর একটি...
Ananya Sarkar 18 March 2024 8:36 PM IST

ভিভো তাদের T-সিরিজের অধীনে নতুন Vivo T3 5G স্মার্টফোনটি আগামী 21 মার্চ ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করতে চলেছে। এর একটি মাইক্রোসাইট সম্প্রতি ফ্লিপকার্টে (Flipkart) লাইভ হয়ে কয়েকটি গুরুত্বপূর্ন বৈশিষ্ট্য নিশ্চিত করেছে। আর আজ, গুগল প্লে কনসোল (Google Play Console)-এর লিস্টিংয়ে Vivo T3 5G-কে দেখা গেছে। এই সার্টিফিকেশনটি থেকে ডিভাইসটির সম্পর্কে কি কি তথ্য উঠে এল, আসুন দেখে নেওয়া যাক।

Vivo T3 5G-কে দেখা গেল Google Play Console-এর লিস্টিং

V2334 মডেল নম্বর সহ ভিভো টি৩ ৫জি গুগল প্লে কনসোলের সাইটে তালিকাভুক্ত হয়েছে। এই লিস্টিংটি প্রকাশ করেছে যে, ডিভাইসটিতে MediaTek MT6886 প্রসেসর থাকবে, যা মিডিয়াটেক ডাইমেনসিটি 7200-এর কোডনেম। ফোনটিতে সর্বাধিক 8 জিবি র‍্যাম মিলবে এবং অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে চলবে। স্মার্টফোনটিতে 440 পিপিআই-এর স্ক্রিন ডেনসিটি সহ ফুলএইচডি+ ডিসপ্লেও থাকবে। রেন্ডারগুলি প্রকাশ করেছে যে ফোনটির স্ক্রিন সামান্য মোটা বেজেল দ্বারা বেষ্টিত হবে এবং সেলফি ক্যামেরা রাখার জন্য এতে পাঞ্চ-হোল কাটআউট সহ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। পাওয়ার বাটন এবং ভলিউম রকারগুলি ডানদিকে অবস্থান করবে।

Vivo T3 5G-এর স্পেসিফিকেশন

ভিভো ইতিমধ্যেই লঞ্চের আগেই Vivo T3 5G-এর চিপসেট, দামের রেঞ্জ এবং ক্যামেরার বৈশিষ্ট্যগুলি নিশ্চিত করেছে। ফোনটি MediaTek Dimesnity 7200 প্রসেসর দ্বারা চালিত হবে, যা AnTuTu V10 বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে 7,34,000 পয়েন্টেরও বেশি স্কোর করেছে। Dimesnity 7200 চিপটি চার ন্যানোমিটার প্রক্রিয়ায় তৈরি এবং এটির সর্বোচ্চ ক্লক স্পিড 2.8 গিগাহার্টজ।

ডিভাইসটি 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে AnTuTu V10 বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে হাজির হয়েছিল। ভিভো দাবি করেছে যে, ডিভাইসটি সাব-22,000 টাকার সেগমেন্টের মধ্যে সবচেয়ে দ্রুততম স্মার্টফোন হবে। ব্র্যান্ডটি পরোক্ষভাবে ইঙ্গিত দিয়েছে যে, এদেশে Vivo T3 5G-এর 8 জিবি + 256 জিবি ভ্যারিয়েন্টের দাম 22,000 টাকার মধ্যে থাকবে।

এছাড়াও, Vivo T3 5G-তে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-এর সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের Sony IMX882 প্রাইমারি ক্যামেরা উপস্থিত থাকবে। সম্প্রতি একটি টিজারে দেখা গেছে যে, স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা আইল্যান্ডে Vivo Y200e 5G স্মার্টফোনের অনুরূপ ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। Vivo T3 5G-তে প্রাইমারি ক্যামেরার সাথে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর যুক্ত থাকবে বলেও জানা গেছে।

Show Full Article
Next Story