Vivo T3 Lite 5G Sale: ভিভোর সবচেয়ে সস্তা ৫জি ফোনের সেল আজ, কোথা থেকে কিনবেন দেখে নিন

গতমাসের শেষের দিকে ভারতে লঞ্চ হয় ভিভো টি৩ লাইট ৫জি। আজ প্রথমবার ফোনটি সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। ই-কমার্স সাইট...
Julai Modal 4 July 2024 8:18 AM IST

গতমাসের শেষের দিকে ভারতে লঞ্চ হয় ভিভো টি৩ লাইট ৫জি। আজ প্রথমবার ফোনটি সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট ছাড়াও ভিভোর অফিসয়াল সাইটের মাধ্যমে স্মার্টফোনটি দুপুর ১২টা থেকে কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে ভিভো টি৩ লাইট ৫জি কেনার সময় ব্যাঙ্ক অফারের সুবিধা পাবেন ক্রেতারা। ফিচারের কথা বললে এই ফোনে আছে ৫০ মেগাপিক্সেল সনি ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। আর এটি ভিভোর সবচেয়ে সস্তা ৫জি ফোন।

ভিভো টি৩ লাইট ৫জি এর দাম ও সেল অফার

ভিভো টি৩ লাইট ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১০,৪৯৯ টাকা। আর ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের মূল্য ধার্য করা হয়েছে ১১,৪৯৯ টাকা। এটি সবুজ (ভাইব্রান্ট গ্রীন) ও কালো (ম্যাজেস্টিক ব্লু) কালারে বেছে নেওয়া যাবে।

সেল অফার হিসেবে, আপনি ভিভো টি৩ লাইট ৫জি কেনার সময় ৫০০ টাকা ছাড় পেতে পারেন। তবে এর জন্য অ্যাক্সিস ফ্লিপকার্ট বা এইচডিএফসি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে।

ভিভো টি৩ লাইট ৫জি ফোনের স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো টি৩ লাইট ৫জি স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ সেট ও ৮৪০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। আর ওয়াটার ড্রপ নচ ডিজাইনের এই ডিসপ্লের মধ্যে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। আর ডিভাইসটির পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেলের সনি এআই (Sony AI) প্রাইমারি ক্যামেরা। একে সঙ্গত দেবে একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর।

পারফরম্যান্সের জন্য ভিভো টি৩ লাইট ৫জি ফোনে ব্যবহার করা হয়েছে ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলে। এই হ্যান্ডসেটে ডুয়াল মোড ফাইভ-জি ফিচারও সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এদিকে মাইক্রো এসডি কার্ড স্লট সহ আসা এই ভিভো ফোনটি আইপি৬৪ রেটিং প্রাপ্ত, যা জল ও ধুলো প্রতিরোধ করবে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল আছে ডুয়েল সিম, ৫জি, ৪জি, ব্লুটুথ, ওয়াই-ফাই, ইউএসবি টাইপ সি পোর্ট।

Show Full Article
Next Story