Vivo T3 Lite 5G vs Realme C65 5G: সস্তা দুই ৫জি ফোনের মধ্যে কে এগিয়ে আছে দেখুন

২৭শে জুন ভারতে লঞ্চ হয় ভিভো টি২ লাইট ৫জি। এই ফোনের দাম এদেশে মাত্র ১০,৪৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। জানিয়ে রাখি অনুরূপ দামের সাথে এপ্রিল…

২৭শে জুন ভারতে লঞ্চ হয় ভিভো টি২ লাইট ৫জি। এই ফোনের দাম এদেশে মাত্র ১০,৪৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। জানিয়ে রাখি অনুরূপ দামের সাথে এপ্রিল মাসের ২৬ তারিখে রিয়েলমি একটি হ্যান্ডসেট লঞ্চ করে, যা হল রিয়েলমি সি৬৫ ৫জি। উভয় মোবাইল ফোনেই ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করে এবং এগুলি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর দ্বারা চালিত৷ এমনকি একাধিক ফিচারও এক সমান। যেমন উভয় মডেলে – সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কাস্টম স্কিন, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট, ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। ফলে দাম থেকে শুরু করে বেশিরভাগ ফিচার অনুরূপ থাকায় ভিভো টি৩ লাইট ৫জি এবং রিয়েলমি সি৬৫ ৫জি -এর মধ্যে কোনটি সবথেকে সেরা তা এখন বিচার্য বিষয় হয়ে উঠেছে। যার উত্তর আপনারা আমাদের এই প্রতিবেদনে পেয়ে যাবেন।

ভিভো টি৩ লাইট ৫জি বনাম রিয়েলমি সি৬৫ ৫জি : দাম

ভারতের বাজারে ভিভো টি৩ লাইট ৫জি স্মার্টফোন দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। এর ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে ১০,৪৯৯ টাকা ও ১১,৪৯৯ টাকা রাখা হয়েছে। এটি – ভাইব্রান্ট গ্রীন ও ম্যাজেস্টিক ব্লু কালারে উপলব্ধ।

এদেশে রিয়েলমি সি৬৫ ৫জি ফোন মোট তিনটি স্টোরেজ বিকল্পের সাথে লঞ্চ হয়েছে। যার মধ্যে ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ১০,৪৯৯ টাকা রাখা হয়েছে। আবার উচ্চতর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ও ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম থাকছে যথাক্রমে ১১,৪৯৯ টাকা এবং ১২,৪৯৯ টাকা। এটি – ফেদার গ্রিন এবং গ্লোয়িং ব্ল্যাক কালারে পাওয়া যাবে।

ভিভো টি৩ লাইট ৫জি বনাম রিয়েলমি সি৬৫ ৫জি : ডিসপ্লে, সেন্সর

ভিভো টি৩ লাইট ৫জি ফোনে আছে ৬.৫-ইঞ্চির (৭২০x১৬১২ পিক্সেল) এলসিডি ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ২০:৯ এসপেক্ট রেশিও ও ৮৪০ নিট পিক ব্রাইটনেস অফার করে। নিরাপত্তার জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

লাইট ফেদার ডিজাইনের সাথে আসা রিয়েলমি সি৬৫ ৫জি ফোনে রয়েছে টিইউভি রাইনল্যান্ড সার্টিফিকেশন যুক্ত ৬.৬৭-ইঞ্চির এইচডি প্লাস (১৬০৪×৭২০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে প্যানেল। এই টাচস্ক্রিনের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এটি – ২৬৪ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৬২৫ নিট এইচএমবি ব্রাইটনেস এবং ১৫০০:১ কনট্রাস্ট রেশিও সাপোর্ট করে। ডিসপ্লেটি রেইনওয়াটার স্মার্ট টাচ ফিচারও সাপোর্ট করে। সিকিউরিটি ফিচার হিসাবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

ভিভো টি৩ লাইট ৫জি বনাম রিয়েলমি সি৬৫ ৫জি : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‍্যাম, স্টোরেজ

ভিভো টি৩ লাইট ৫জি ফোন মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসরের সাথে এসেছে। এতে ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বাধিক ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। এই ফোন লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালার ওএস১৪ কাস্টম অপারেটিং সিস্টেমে রান করে।

ভালো পারফরম্যান্স প্রদানের জন্য রিয়েলমি সি৬৫ ৫জি ফোনেও মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে থাকছে মালি জি৫৭ জিপিইউ। এটি ৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র‌্যাম এবং সর্বোচ্চ ১২৮ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ সহ পাওয়া যাবে। এই হ্যান্ডসেটে ৬ জিবি পর্যন্ত ডাইনামিক র‌্যাম ফিচার সাপোর্ট করে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানো যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫ কাস্টম স্কিনের সাথে প্রি-লোডেড হয়ে এসেছে।

ভিভো টি৩ লাইট ৫জি বনাম রিয়েলমি সি৬৫ ৫জি : ক্যামেরা সেটআপ

ভিভো টি৩ লাইট ৫জি ফোনের পিছনে – ৫০ মেগাপিক্সেল সনি এআই প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ লেন্স ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। আবার ডিভাইসের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যা বিভিন্ন প্রোট্রেট স্টাইলে ছবি তোলার সুবিধা দেবে।

রিয়েলমি সি৬৫ ৫জি স্মার্টফোনে এলইডি লাইট সহ ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল স্যামসাং যেএন১ প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং শুটার মিলবে।

ভিভো টি৩ লাইট ৫জি বনাম রিয়েলমি সি৬৫ ৫জি : ব্যাটারি, চার্জিং ক্যাপাসিটি

ভিভো টি৩ লাইট ৫জি স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমি সি৬৫ ৫জি স্মার্টফোনেও ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

ভিভো টি৩ লাইট ৫জি বনাম রিয়েলমি সি৬৫ ৫জি : পরিমাপ, রেটিং

আইপি৬৪ চ্যাসিসের সাথে আসা ভিভো টি৩ লাইট ৫জি স্মার্টফোনের পরিমাপ ১৬৩.৬x৭৫.৬x৮.৪ মিমি ও ওজন ১৮৫ গ্রাম।

রিয়েলমি সি৬৪ ৪জি ফোনের পরিমাপ ১৬৫.৬×৭৬.১×৭.৮৯ মিমি এবং ওজন ১৯০ গ্রাম। এটি আইপি৫৪ রেটিং প্রাপ্ত।