Vivo T3 Pro 5G ফোনের লঞ্চের তারিখ কনফার্ম, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ থাকবে 5500mAh ব্যাটারি

ভিভো শীঘ্রই ভারতের বাজারে তাদের নতুন টি-সিরিজের স্মার্টফোন Vivo T3 Pro 5G লঞ্চ করতে চলেছে। সংস্থাটি আজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোনের…

vivo t3 pro 5g india launch date confirmed expected price and specification

ভিভো শীঘ্রই ভারতের বাজারে তাদের নতুন টি-সিরিজের স্মার্টফোন Vivo T3 Pro 5G লঞ্চ করতে চলেছে। সংস্থাটি আজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোনের লঞ্চের তারিখ নিশ্চিত করেছে। জানা গেছে Vivo T3 Pro 5G আগামী 27 আগস্ট ভারতে পা রাখবে। এই স্মার্টফোনে থ্রিডি কার্ভড ডিসপ্লে থাকবে। সাথে আই প্রোটেকশন ফিচার, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট এবং 80W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5500mAh ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।

ভিভো একটি টিজারে আসন্ন Vivo T3 Pro 5G ফোনের ফ্রন্ট ও ব্যাক প্যানেলের ছবি দিয়ে নিশ্চিত করেছে যে, এটি 27 আগস্ট ভারতে লঞ্চ হবে। আর ই-কমার্স সাইট Flipkart কেনা হ্যান্ডসেটটি কেনা যাবে।

Vivo T3 Pro 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

রিপোর্ট অনুযায়ী, ভিভো টি3 প্রো 5জি ফোনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS সাপোর্ট সহ 50-মেগাপিক্সেল সনি আইএমএক্স882 প্রাইমারি রিয়ার ক্যামেরা সেন্সর পাওয়া যাবে। আর এই হ্যান্ডসেটটি 5500mAh ব্যাটারির সাথে আসবে, যার সাথে 80W ফ্ল্যাশচার্জ ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে। সাউন্ডের জন্য এই স্মার্টফোনে পাওয়া যাবে ডুয়াল স্টেরিও স্পিকার ইউনিট।

এছাড়া ভিভো টি3 প্রো 5জি ভেগান লেদার ফিনিশ সহ আসবে, যা অরেঞ্জ কালারে পাওয়া যাবে। এদিকে গিকবেঞ্চ থেকে জানা গিয়েছে এতে স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর, 8 জিবি র‌্যাম এবং অ্যাড্রেনো 720 জিপিইউ থাকবে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড 14-ভিত্তিক কাস্টম স্কিনে চলবে।

Vivo T3 Pro 5G মডেলে 120Hz রিফ্রেশ রেট এবং 4,500 নিটস পিক ব্রাইটনেস লেভেল সহ 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে। ভারতে এর দাম 25,000 টাকার কম রাখা হবে বলে জানা গেছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন