50 মেগাপিক্সেল OIS ক্যামেরার সাথে আসছে Vivo T3 Pro 5G, আর কি কি থাকবে

Vivo ভারতে একেরপর এক নতুন ফোন আনছে। রিপোর্ট অনুযায়ী ব্র্যান্ডটি তাদের নতুন স্মার্টফোন হিসাবে Vivo T3 Pro 5G লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আসন্ন এই ডিভাইসে…

Vivo T3 pro 5G to feature 50 megapixel ois camera reveal from Flipkart and Geekbench ahead of launch

Vivo ভারতে একেরপর এক নতুন ফোন আনছে। রিপোর্ট অনুযায়ী ব্র্যান্ডটি তাদের নতুন স্মার্টফোন হিসাবে Vivo T3 Pro 5G লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আসন্ন এই ডিভাইসে ওআইএস সাপোর্ট সাথে দুর্দান্ত ক্যামেরা সেটআপ দেওয়া হবে। আবার এই ফোনে ফাস্ট চার্জিং সাপোর্টসহ বড় ব্যাটারি পাওয়া যাবে। লঞ্চের আগেই Vivo T3 Pro 5G এর ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা ও ব্যাটারির স্পেসিফিকেশন সামনে এনেছে ফ্লিপকার্ট। আসুন কি কি তথ্য জানা গেল

Vivo T3 Pro 5G ফোনের বৈশিষ্ট্য প্রকাশ করল Flipkart

ফ্লিপকার্ট থেকে জানা গেছে ভিভো টি৩ প্রো ৫জি ফোনে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (ওআইএস) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৮২ প্রাথমিক ক্যামেরা পাওয়া যাবে। ফোনটির পেছনে একটি থ্রিডি কার্ভড ডিজাইন এবং ভেগান লেদার ফিনিশ দেখা যাবে, যা একে অন্যান্য টি৩ সিরিজের স্মার্টফোন থেকে আলাদা করবে।

এছাড়া ফ্লিপকার্ট প্রকাশ করেছে যে নিজের সেগমেন্টের সবচেয়ে উজ্জ্বল কার্ভড ডিসপ্লের ফোন হবে ভিভো টি৩ প্রো ৫জি। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে দেওয়া হবে, যা সর্বোচ্চ ৪৫০০ নিট ব্রাইটনেস অফার করবে।

Vivo T3 Pro 5G ফোনকে দেখা গেছে Geekbench-এ

সম্প্রতি Vivo T3 Pro 5G ফোনটি গিকবেঞ্চেও উপস্থিত হয়েছে, যেখানে এটি সিঙ্গেল কোর টেস্টে ১১৪৭ এবং মাল্টি-কোর টেস্টে ১১৭ স্কোর অর্জন করেছে। জানা গেছে এতে অক্টা-কোর প্রসেসর সহ ৮ জিবি র‌্যাম এবং অ্যাড্রেনো ৭২০ জিপিইউ থাকবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে। জিপিইউ নিশ্চিত করছে যে ভিভো স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসরের সাথে আসবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন