Vivo T3 Ultra হবে 5500mAh ব্যাটারি সহ আসা সবচেয়ে পাতলা ফোন, থাকবে 24 জিবি র‌্যাম

Vivo T3 Ultra শীঘ্রই ভারতে ঝড় তুলতে আসছে। ইতিমধ্যেই ই-কমার্স সাইট ফ্লিপকার্ট ও ভিভোর অফিসিয়াল সাইটে এই ফোনের জন্য মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। এই মাইক্রোসাইট…

vivo t3 ultra 5500mah battery 24gb ram feature teased flipkart ahead of launch

Vivo T3 Ultra শীঘ্রই ভারতে ঝড় তুলতে আসছে। ইতিমধ্যেই ই-কমার্স সাইট ফ্লিপকার্ট ও ভিভোর অফিসিয়াল সাইটে এই ফোনের জন্য মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। এই মাইক্রোসাইট থেকে ডিভাইসটির বিভিন্ন ফিচার টিজ করা হচ্ছে। আজ যেমন Vivo T3 Ultra এর ব্যাটারি ক্যাপাসিটি ফাঁস করেছে ফ্লিপকার্ট। পাশাপাশি জানা গেছে এটি মোট 24 জিবি র‌্যাম সহ লঞ্চ হবে। আসুন আপকামিং ভিভো ফোন সম্পর্কে কি কি তথ্য উঠে এল জেনে নেওয়া যাক।

Vivo T3 Ultra হবে 5500mAh ব্যাটারির সবচেয়ে পাতলা ফোন

ফ্লিপকার্টের মাইক্রোসাইটটি দাবি করা হয়েছছ যে আসন্ন ভিভো টি3 আল্ট্রা কার্ভড ডিসপ্লে ও 5500 এমএএইচ ব্যাটারি সহ আসা সবচেয়ে পাতলা ফোন হবে। এটি ০.৭৮৫ সেন্টিমিটার পুরু হবে এবং এতে ৮০ ওয়াট ফ্ল্যাগচার্জ সাপোর্ট করবে। আবার ভিভো টি3 আল্ট্রা ডিভাইসে 12 জিবি (স্ট্যান্ডার্ড) + 12 জিবি (ভার্চুয়াল) র‌্যাম পাওয়া যাবে। সংস্থার আরও দাবি, এই সেগমেন্টের দ্রুততম কার্ভড ডিসপ্লের স্মার্টফোন হবে এটি। আর এই হ্যান্ডসেটে ফ্ল্যাগশিপ লেভেলের সনি ক্যামেরা দেওয়া হবে।

আরও পড়ুন: Samsung Crystal 4K Dynamic TV সোলারসেল রিমোট সহ ভারতে লঞ্চ হল, রয়েছে 43 ও 55 ইঞ্চি স্ক্রিন

Vivo T3 Ultra এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ভিভো নিশ্চিত করেছে যে Vivo T3 Ultra ফোনের ডিজাইন Vivo V40 সিরিজের অনুরূপ হবে। আর নয়া ভিভো হ্যান্ডসেটে মিডিয়াটেক ডাইমেনসিটি 9200+ প্রসেসর ব্যবহার করা হবে, যা আনটুটু V10 বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে 16,09,257 এরও বেশি স্কোর অর্জন করেছে।

আর ডিভাইসকি 256 জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। এর সামনে দেখা যাবে 1.5K রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সহ 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে 4500 নিটস ব্রাইটনেস, 1.07 বিলিয়ন কালার, HDR10+ সাপোর্ট করবে।

আর Vivo T3 Ultra আইপি68 রেটিং সহ আসায় 30 মিনিট 1.5 মিটার পর্যন্ত জলের মধ্যে ডুবে থাকতে পারবে। ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হবে স্মার্ট অরা লাইট ও ওআইএস সাপোর্ট সহ 50-মেগাপিক্সেল সনি আইএমএক্স921 প্রাইমারি সেন্সর এবং সহ 8-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর এবং একটি তৃতীয় ক্যামেরা সেন্সর।

এছাড়াও এতে এফ/2.0 অ্যাপারচার, অটোফোকাস এবং এআই ফেসিয়াল কালারিং প্রযুক্তির সাথে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে বলে নিশ্চিত করা হয়েছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন