অপেক্ষা শেষ! Vivo T3 Ultra 5G স্মার্টফোনের বাজারে 'বিস্ফোরণ' ঘটাতে লঞ্চ হচ্ছে, দাম সহ ফিচার ফাঁস
আগামী 12-ই সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে Vivo T3 Ultra 5G। আজ সংস্থার তরফে এর লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়েছে। টিপস্টার...আগামী 12-ই সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে Vivo T3 Ultra 5G। আজ সংস্থার তরফে এর লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়েছে। টিপস্টার অভিষেক যাদক এই ফোনের লঞ্চের তারিখ সহ দাম ও স্পেসিফিকেশন সামনে এনেছেন। এছাড়া ফ্লিপকার্টের মাইক্রোসাইটেও একই তথ্য দেওয়া হয়েছে। জানা গেছে, Vivo T3 Ultra এর মূল্য রাখা হবে 30 হাজার টাকার কাছাকাছি। আর এতে থাকবে 120 হার্টজ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে সহ ডাইমেনসিটি 9200+।
Vivo T3 Ultra 5G এর দাম ফাঁস
টিপস্টার অভিষেক যাদব দাবি করেছেন যে, ভিভো টি3 আল্ট্রা 5জি স্মার্টফোনের 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হবে 30,999 টাকা। আর এর 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ মডেলের দাম 32,999 টাকা রাখা হতে পারে। আবার ভিভো টি3 আল্ট্রা 5জি এর 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ সহ টপ-এন্ড মডেলটি 34,999 টাকায় পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছে।
Vivo T3 Ultra 5G এর ফিচার (সম্ভাব্য)
Vivo T3 Ultra 5G স্মার্টফোনে থাকবে 6.77 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 4,500 নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
আর Vivo T3 Ultra 5G এর ব্যাক প্যানেল OIS সাপোর্ট সহ 50MP Sony IMX921 প্রাইমারি সেন্সর দেওয়া হবে। পাশাপাশি থাকবে স8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 9200+ প্রসেসর, 12 জিবি ফিজিক্যাল র্যাম এবং 12 জিবি ভার্চুয়াল র্যাম দেওয়া হবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে 80W ফাস্ট চার্জিংয়ের জন্য 5,500mAh ব্যাটারি দেওয়া হবে।