Vivo T3 Ultra এর প্রথম সেল আজ, 3 হাজার টাকা ডিসকাউন্টে 50MP সেলফি ক্যামেরার ফোন

কিছুদিন আগে ভারতে লঞ্চ হয় Vivo T3 Ultra। আজ ডিভাইসটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। মিড রেঞ্জে আসা এই...
ANKITA 19 Sept 2024 8:51 AM IST

কিছুদিন আগে ভারতে লঞ্চ হয় Vivo T3 Ultra। আজ ডিভাইসটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। মিড রেঞ্জে আসা এই ভিভো ফোনটি সন্ধ্যা ৭ টায় কোম্পানির ওয়েবসাইট ও ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা Vivo T3 Ultra স্মার্টফোনের সাথে ৩,০০০ টাকা ডিসকাউন্ট পাবেন। আর এই ডিভাইসে আছে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, OIS সমর্থিত ক্যামেরা, মিডিয়াটেক প্রসেসর ও কার্ভড ডিসপ্লে।

Vivo T3 Ultra প্রথম সেলে দাম ও লঞ্চ অফার

Vivo T3 Ultra এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩১,৯৯৯ টাকা। আবার এর ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৫,৯৯৯ টাকা। এটি লুনার গ্রে ও ফ্রস্ট গ্রিন কালার অপশনে পাওয়া যাবে।

প্রথম সেলে ক্রেতারা ভিভো টি৩ আল্ট্রা কেনার সময় এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ৩,০০০ টাকা ডিসকাউন্ট পাবেন‌। ফলে ডিভাইসটি ২৮,৯৯৯ টাকায় কেনা যাবে। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করলে ৩০০০ টাকার বোনাস দেওয়া হবে।

ভিভো টি৩ আল্ট্রা এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো টি৩ আল্ট্রা ফোনের ক্যামেরার কথা বললে, এতে ডুয়েল‌ রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল‌ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Vivo T3 Ultra এর সামনে আছে ৬.৭৮ ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর১০ প্লাস সাপোর্ট এবং ৪৫০০ নিটস এর পিক ব্রাইটনেস অফার করবে। এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্লাস প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচওএস ১৪ কাস্টম স্কিনে চলে।

আবার ভিভোর নতুন টি সিরিজের স্মার্টফোনে আছে আইপি৬৮ রেটিং, যা ধুলো এবং জল থেকে ডিভাইসকে সুরক্ষিত রাখবে। ব্যাটারির কথা বললে, এই হ্যান্ডসেটে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও এতে রিভার্স চার্জিং সাপোর্ট করবে।

Show Full Article
Next Story