Vivo T3x 5G হতে চলেছে বিশ্বের সবচেয়ে পাতলা 6,000mah ব্যাটারি যুক্ত স্মার্টফোন
ভিভো চলতি সপ্তাহেই তাদের T-সিরিজের অধীনে একটি বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যার...ভিভো চলতি সপ্তাহেই তাদের T-সিরিজের অধীনে একটি বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যার নাম Vivo T3x 5G। এটি আগামী 17 এপ্রিল এদেশের বাজারে পা রাখতে চলেছে। তবে অনুষ্ঠানিক লঞ্চের আগেই, ভিভো বর্তমানে এই আপকামিং ফোনটির বিভিন্ন ফিচার্স প্রকাশ্যে আনতে শুরু করেছে। এখনও অবধি, ব্র্যান্ডটি Vivo T3x 5G-এর রিয়ার প্যানেলের ডিজাইন, র্যাম, স্টোরেজ, কালার অপশনে, চিপসেট এবং প্রাইস পয়েন্ট প্রকাশ করেছে। আর এখন Vivo T3x 5G-এর ব্যাটারির ক্ষমতা অফিশিয়াল নিশ্চিত করা হয়েছে।
6000mah ব্যাটারি থাকবে Vivo T3x 5G ফোনে
ভিভো নিশ্চিত করেছে যে, নতুন ভিভো টি3এক্স 5জি ফোনটি বিশাল 6,000 এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে আসবে। ফোনটি ভারতে 15,000 টাকারও কম মূল্যে বিক্রি হবে। প্রসঙ্গত, এই মুহূর্তে ভারতের বাজারে শুধুমাত্র স্যামসাংয়ের গ্যালাক্সি এম15 5জি এবং গ্যালাক্সি এফ15 5জি এই প্রাইস সেগমেন্টে 6,000 এমএএইচ ব্যাটারি অফার করে।
এমনকি, আসন্ন বাজেট রেঞ্জের হ্যান্ডসেট, মোটো জি64-এ একই পাওয়ারের ব্যাটারি থাকবে বলে জানা গেছে। ডিভাইসটি 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলেও নিশ্চিত করা হয়েছে। উল্লিখিত স্যামসাং ফোনগুলি অবশ্য 25 ওয়াট ফাস্ট চার্জিং অফার করে। ভিভো এখনও টি3এক্স-এর ফাস্ট চার্জিং ক্ষমতা নিশ্চিত করেনি। তবে, আশা করা যায় ভিভোর এই ফোনটি একটি দ্রুততর চার্জিং সাপোর্ট সহ আসবে।
উল্লেখযোগ্যভাবে, Vivo T3x 5G হবে 6,000 এমএএইচ ব্যাটারি যুক্ত সবচেয়ে স্লিম (7.99 মিমি) ফোন। এতে Qualcomm Snapdragon 6 Gen 1 চিপসেট থাকবে এবং 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ সহ আসবে।
এছাড়াও জানা গেছে যে, Vivo T3x 5G সেলেস্টিয়াল গ্রীন এবং ক্রিমসন ব্লিস কালার অপশনে মিলবে। 15,000 টাকার কম মূল্যের হবে বলে বিজ্ঞাপন দেওয়া সত্ত্বেও, ব্র্যান্ডটি দাবি করেছে যে 8 জিবি + 128 জিবি সংস্করণটির দাম 17,000 টাকার নীচে থাকবে।ফলে ফোনটি একাধিক র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট বাজারে আসবে।