Vivo ফোন কিনবেন বলে ভাবছেন? V, Y, X, নাকি T সিরিজের ফোন ভালো হবে দেখে নিন
Vivo -এর পোর্টফোলিওতে বিভিন্ন সেগমেন্টের একাধিক স্মার্টফোন লাইনআপ বিদ্যমান। এক্ষেত্রে ক্রেতাদের চাহিদার উপর ভিত্তি করে...Vivo -এর পোর্টফোলিওতে বিভিন্ন সেগমেন্টের একাধিক স্মার্টফোন লাইনআপ বিদ্যমান। এক্ষেত্রে ক্রেতাদের চাহিদার উপর ভিত্তি করে প্রত্যেকটি সিরিজকে আলাদা ভাবে কাস্টমাইজ করা হয়েছে। ফলে এক একটি সিরিজ এক এক ধরণের স্বতন্ত্রতার সাথে লঞ্চ হয়েছে। যেমন যারা একটি ক্যামেরা-কেন্দ্রিক Vivo ফোন কিনতে ইচ্ছুক তাদের জন্য আছে V সিরিজ। আবার বাজেটের মধ্যে ট্রেন্ডি ডিজাইন সহ দুর্দান্ত পারফরম্যান্স প্রদান করবে এমন হ্যান্ডসেট চাইলে Y সিরিজ ঘেঁটে দেখতে হবে। এদিকে যারা টপ-নচ পারফরম্যান্স এবং অত্যাধুনিক প্রযুক্তির চাহিদা রাখেন তাদের X সিরিজ আদর্শ। এছাড়া শক্তিশালী প্রসেসর, দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ, ফাস্ট চার্জিং, উন্নত অডিও সিস্টেমের সাথে একটি ভ্যালু-ফর-মানি স্মার্টফোন কিনতে হলে Vivo T সিরিজ আছে।
তাসত্বেও যদি আপনি কোন Vivo লাইনআপের স্মার্টফোন আপনার জন্য উপযুক্ত এই ভেবে বিভ্রান্ত হন, তবে নীচে প্রতিটি সিরিজের বিশেষত্বগুলি পয়েন্ট করে ব্যাখ্যা করা হল। পাশাপাশি Vivo V, Y, X, এবং T সিরিজের কয়েকটি জনপ্রিয় মডেল ও সেগুলির দাম সম্পর্কিত তথ্যও পেয়ে যাবেন আমাদের এই প্রতিবেদনে।
Vivo V series :
ভিভো ব্র্যান্ডের ভি সিরিজের স্মার্টফোনগুলি সাধারণত মিড-রেঞ্জ বা প্রিমিয়াম মিড-রেঞ্জের হয়ে থাকে। সিরিজটি ক্যামেরা-কেন্দ্রিক এবং নান্দনিকতাকে অগ্রাধিকার দেয়। উদাহরণস্বরূপ সম্প্রতি আত্মপ্রকাশ করা ভিভো ভি৩০ (Vivo V30) সিরিজের ডিভাইসগুলির কথা আমরা বলতে পারি। এই সিরিজ নতুন আউরা লাইট এবং জেইস (ZEISS) দ্বারা ক-ইঞ্জিনিয়ার্ড লেন্স যুক্ত চমৎকার অপটিক্স বিভাগের সাথে এসেছে। নীচে ভিভো ভি সিরিজের স্মার্টফোনগুলির কিছু মূল বৈশিষ্ট্য তুলে ধরা হল -
- ক্যামেরা-ফোকাসড: ভি সিরিজের ফোনগুলিতে হাই-রেজোলিউশনের প্রাইমারি সেন্সর ও একাধিক সহায়ক লেন্স সহ উন্নত ক্যামেরা সিস্টেম দেওয়া হয়। যেগুলি - নাইট মোড,পোর্ট্রেট মোডের মতো ক্যামেরা ফিচার সাপোর্ট করে৷
- স্টাইলিশ ডিজাইন: সিরিজের হ্যান্ডসেটগুলি স্লিক এবং প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি, নজরকাড়া ফিনিশিং এবং ট্রেন্ডি ডিজাইনের সাথে লঞ্চ হয়।
- ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স: ভি সিরিজের স্মার্টফোনগুলি ভারী গেমিংয়ের জন্য আদর্শ বলা ঠিক হবে না। আবার পারফরম্যান্স-কেন্দ্রিকও বলা চলা না। তবে দৈনন্দিন কাজ করার জন্য স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স অফার করে।
Vivo V সিরিজের কয়েকটি জনপ্রিয় স্মার্টফোন -
- Vivo V30 5G : ৩৩,৯৯৯ টাকা
- Vivo V30 Pro 5G : ৩৭,৯৯৯ টাকা
- Vivo V30e : ২৭,৯৯৯ টাকা
- Vivo V29e 5G : ২৫,৯৯৯ টাকা
- Vivo V29 : ৩২,৯৯৯ টাকা
- Vivo V29 Pro : ৩৯,৯৯৯ টাকা
Vivo Y Series :
ওয়াই সিরিজটি বাজেট-সচেতন ক্রেতাদের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে। এক্ষেত্রে যারা ভালো ক্যামেরা পারফরম্যান্স চান, বিশেষ করে দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে বিশেষ আগ্রহী তারা এই লাইনআপের মডেল বেছে নিতে পারেন। এছাড়া দৈনন্দিন কাজে প্রয়োজন এমন ফিচার ও ট্রেন্ডি ডিজাইন অফার করে ফোনগুলি। নীচে সিরিজটির কয়েকটি বিশেষত্ব দেওয়া হল -
- বাজেট-ফ্রেন্ডলি: ভিভো সাধারণত তাদের ওয়াই সিরিজের ফোনগুলির দাম ২৫,০০০ টাকার কম রাখার চেষ্টা করে। কেননা এমন সাশ্রয়ী বিক্রয় মূল্যের সাথে হ্যান্ডসেট নিয়ে এলে, স্বল্প সময়ের মধ্যে অধিক সংখ্যক ক্রেতাদের কাছে পৌঁছনো সম্ভব।
- ট্রেন্ডি ডিজাইন: ওয়াই-সিরিজের অধীনে 'বাজেট-ফ্রেন্ডলি' স্মার্টফোন নিয়ে আসা হলেও, প্রায় প্রত্যেকটি মডেলই আকর্ষণীয় লুক অফার করে। ডিভাইসগুলি ভেগান লেদার, রিয়ার ডুয়াল-টোন ফিনিশিং -এর মতো স্টাইলিশ ডিজাইন সহ লঞ্চ হয়।
- দৈনন্দিন ব্যবহারে আদর্শ: ওয়াই-সিরিজের ডিভাইসগুলি ফাস্ট পারফরম্যান্স প্রদান করে না। তবে, বিভিন্ন ধরণের দৈনন্দিন কার্যকলাপ পরিচালনা, যেমন - সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা বা মাল্টিটাস্কিং করার মতো সুবিধা প্রদান করে।
Vivo Y সিরিজের কয়েকটি জনপ্রিয় স্মার্টফোন -
- Vivo Y18 : ৮,৯৯৯ টাকা
- Vivo Y18e : ৭,৯৯৯ টাকা
- Vivo Y200 5G : ২১,৯৯৯ টাকা
- Vivo Y28 5G : ১৩,৯৯৯ টাকা
- Vivo Y200e : ২০,৯৯৯ টাকা
Vivo X Series -
ভিভো ব্র্যান্ডের পোর্টফোলিওতে বিদ্যমান প্রত্যেকটি স্মার্টফোন লাইনআপের মধ্যে এক্স সিরিজ সর্বাধিক সেরা বলে মানা হয়। তাই এই সিরিজকে 'পাওয়ার হাউস' বলে সম্বোধন করে সংস্থাটি। এই লাইনআপের ডিভাইসগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে টপ-নচ পারফরম্যান্স এবং অত্যাধুনিক প্রযুক্তি অফারে সক্ষম। এছাড়া প্রত্যেকটি মডেল শক্তিশালী প্রসেসর, চিত্তাকর্ষক ডিসপ্লে ফিচার এবং বেস্ট-ইন-ক্লাস ক্যামেরা সিস্টেম সহ লঞ্চ হয়েছে।
- উন্নত ক্যামেরা প্রযুক্তি: এক্স সিরিজের স্মার্টফোনগুলি জেইস (ZEISS) বিকশিত ফ্ল্যাগশিপ-গ্রেড অপটিক্স অফার করে, যা দুর্দান্ত ইমেজ কোয়ালিটি প্রদানে সক্ষম। এছাড়া প্রতিটি হ্যান্ডসেটে জেইস সিনে-ফ্লেয়ার পোর্ট্রেট, সিনেমাটিক, বায়োটার, প্ল্যানার, ডিস্টাগন এবং সোনার মোড অন্তর্ভুক্ত করা হয়েছে। যাতে ব্যবহারকারীরা প্রফেশনাল-গ্রেড পোর্ট্রেট ক্যামেরা অ্যাক্সেসের অভিজ্ঞতা উপভোগ করতে পারেন।
- সুপিরিয়র ডিসপ্লে: গ্লোবাল মার্কেটে সেরা ডিসপ্লে প্যানেলের সাথে বিদ্যমান স্মার্টফোনের তালিকায় কয়েকটি ভিভো এক্স সিরিজের মডেলও সামিল রয়েছে। এই লাইনআপ অন্তর্গত হ্যান্ডসেটগুলি - হাই রিফ্রেশ রেট, সর্বোচ্চ ব্রাইটনেস এবং LTPO স্ক্রীনের মতো বৈশিষ্ট্য সহ এসেছে। যাতে 'ট্রুলি ইমার্সিভ' ভিউয়িং অভিজ্ঞতা প্রদান করতে পারে।
- পিক পারফরম্যান্স: ভিভো এক্স সিরিজের ডিভাইসগুলি নিরবিচ্ছিন্ন গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য লেটেস্ট প্রসেসর সহ লঞ্চ হয়। যার দরুন ফোনগুলি ফ্ল্যাগশিপ-গ্রেড ফিচার ব্যবহারের অভিজ্ঞতা প্রদানে সক্ষম হয়।
Vivo X সিরিজের কয়েকটি জনপ্রিয় স্মার্টফোন -
- Vivo X100 : ৬৩,৯৯৯ টাকা
- Vivo X100 Pro : ৮৯,৯৯৯ টাকা
Vivo T Series -
টি-সিরিজ, ভিভোর পারফরম্যান্স-কেন্দ্রিক লাইনআপ হিসাবে পরিচিত। এই সিরিজের অধীনে অভিনব ফিচার যুক্ত বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন অফার করা হয়। এক্ষেত্রে ফোনগুলিতে শক্তিশালী প্রসেসর, দীর্ঘ ব্যাটারি লাইফ, দুর্দান্ত ক্যামেরা বিভাগ, ফাস্ট চার্জিং সহ নানাবিধ ফিচার অন্তর্ভুক্ত থাকে।
- পারফরম্যান্স-কেন্দ্রিক: টি-সিরিজের ডিভাইসগুলি শক্তিশালী প্রসেসর এবং বেশি র্যাম ক্যাপাসিটির সাথে আসে, যাতে মাল্টিটাস্কিং এবং স্মুথ গেমিং অভিজ্ঞতা প্রদান করতে পারে।
- ফিচারে ভরপুর প্যাকেজ: টি-সিরিজের স্মার্টফোনগুলি হয় ফিচার ঠাসা। এগুলি - স্টেরিও স্পিকার সিস্টেম, ফাস্ট চার্জ এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের মতো বৈশিষ্ট্য অফার করে তাও সাশ্রয়ী মূল্যে।
- ট্রেন্ডি ডিজাইন: টেক্সচার্ড ব্যাক এবং বক্সি ফ্রেমের মতো ট্রেন্ডি ডিজাইনের সাথে লঞ্চ হয় টি-সিরিজের স্মার্টফোনগুলি।
Vivo T সিরিজের কয়েকটি জনপ্রিয় স্মার্টফোন -
- Vivo T3 : ১৯,৯৯৯ টাকা
- Vivo T3x : ১৩,৪৯৯ টাকা
- Vivo T2 Pro 5G : ২৩,৯৯৯ টাকা