Vivo-র নতুন মোবাইল শীঘ্রই লঞ্চ হতে চলেছে, 44W ফাস্ট চার্জিং সহ 5G সাপোর্ট করবে

ভিভো (Vivo) বর্তমানে তাদের Y-সিরিজের অধীনে একাধিক স্মার্টফোন বাজারে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে। গত মাসে এই সিরিজে অন্তর্ভুক্ত Vivo Y78+ 5G…

ভিভো (Vivo) বর্তমানে তাদের Y-সিরিজের অধীনে একাধিক স্মার্টফোন বাজারে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে। গত মাসে এই সিরিজে অন্তর্ভুক্ত Vivo Y78+ 5G চীনের 3C (CCC) সার্টিফিকেশন সাইটে স্পট করা গিয়েছিল। আর এখন আবার আরেকটি নতুন ভিভো হ্যান্ডসেট 3C কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। যদিও ফোনটির নাম প্রকাশ্যে আসেনি, তবে অনুমান করা হচ্ছে, এটি Vivo Y সিরিজের মডেল হবে। 3C তালিকা থেকে আসন্ন ফোনটির সম্পর্কে বেশ কিছু তথ্য জানা গিয়েছে। দেখে নেওয়া যাক সেগুলি কী কী।

Vivo-এর নতুন স্মার্টফোনকে দেখা গেল 3C-এর ডেটাবেসে

V2278A মডেল নম্বর সহ একটি আসন্ন ভিভো ফোন চায়না কম্পালসারি (3C) সার্টিফিকেশন সাইটের ডেটাবেসে উপস্থিত হয়েছে৷ যথারীতি, এই তালিকাটি ডিভাইসের ফাস্ট চার্জিং ক্ষমতা সম্পর্কে জানিয়েছে। V2278A-এর ৩সি সার্টিফিকেশন প্রকাশ করেছে যে, এটি একটি ৫জি-সক্ষম ডিভাইস। এছাড়াও এটি প্রকাশ করেছে যে, ডিভাইসটি V4440LOB1-CN এবং V4440L0A1-CN মডেল নম্বর সহ একটি পাওয়ার অ্যাডাপ্টারের সাথে আসতে পারে। চার্জারটি ৪৪ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

যেহেতু, Vivo V2278A মডেলটি ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে ৩সি তালিকায় উল্লেখ করা হয়েছে, তাই সম্ভবত এটি একটি মিড-রেঞ্জ ফোন হতে পারে। এগুলি ছাড়া, বর্তমানে ডিভাইসটির সম্পর্কে আর কোনও তথ্য সামনে আসেনি। তবে, মনে করা হচ্ছে V2278A চীনা বাজারে ভিভো ওয়াই-সিরিজের হ্যান্ডসেট হিসেবে উন্মোচিত হবে।

জানিয়ে রাখি, Vivo Y78+ 5G নামে আরেকটি ওয়াই-সিরিজের ফোন লঞ্চের জন্য অপেক্ষা করছে। এটিকেও গত মাসে ৩সি (3C)-তে ৪৪ ওয়াট চার্জার সহ দেখা গেছে। সেই কারণেই, Vivo V2278A ওয়াই সিরিজের ফোন বলে অনুমান করা হচ্ছে৷ খুব সম্ভবত, এই স্মার্টফোনটি মে মাসের মধ্যে চীনে লঞ্চ পারে।

উল্লেখ্য, ভিভো আগামী ২০ এপ্রিল চীনা বাজারে Vivo X Flip এবং Vivo X Fold 2 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে X Flip হবে ভিভো-এর ক্ল্যামশেল ফোন, যাতে ফোল্ডেবল স্ক্রিন থাকবে। অন্যদিকে, X Fold 2 হবে প্রথম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২-চালিত ফোল্ডেবল স্মার্টফোন। Vivo Pad 2 ট্যাবলেটটিও একই লঞ্চ ইভেন্টে লঞ্চ হতে পারে।