Snapdragon 4 Gen 2 ও 8GB র‌্যামের সঙ্গে আসছে ভিভোর নতুন 5G স্মার্টফোন

কিছুদিন ধরেই শোনা যাচ্ছে যে ভিভো (Vivo) একটি নতুন স্মার্টফোনের ওপর কাজ করছে। যদিও, ফোনটির নাম এখনও প্রকাশ্যে আসেনি, তবে সম্ভবত সেটি কোম্পানির Y-সিরিজের মডেল…

কিছুদিন ধরেই শোনা যাচ্ছে যে ভিভো (Vivo) একটি নতুন স্মার্টফোনের ওপর কাজ করছে। যদিও, ফোনটির নাম এখনও প্রকাশ্যে আসেনি, তবে সম্ভবত সেটি কোম্পানির Y-সিরিজের মডেল হবে। ব্র্যান্ডের তরফে কিছু বলার আগেই এখন ডিভাইসটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে, যা যথারীতি কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সামনে এনেছে। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

Vivo-এর নতুন স্মার্টফোনকে দেখা গেল Geekbench- প্ল্যাটফর্মে

V2327 মডেল নম্বর সহ একটি নতুন ভিভো ব্র্যান্ডের স্মার্টফোন গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে হাজির হয়েছে। বেঞ্চমার্ক লিস্টিংটি প্রকাশ করেছে যে, এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে। এছাড়া, ফোনে ৮ জিবি র‍্যাম মিলবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে বলেও উল্লেখ করা হয়েছে। এই ডিভাইসটি গিকবেঞ্চের সিঙ্গেল কোর টেস্টে ৯০২ পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে ২,১৬৮ পয়েন্ট স্কোর করতে সক্ষম হয়েছে।

ভিভোর এই স্মার্টফোনটি সম্ভবত মিড-রেঞ্জের হ্যান্ডসেট হতে চলেছে এবং গিকবেঞ্চের ডেটাবেসে উল্লেখিত তথ্যগুলি নিশ্চিত করে যে, ফোনটি ৫জি সংযোগ সাপোর্ট করবে। যদিও অফিসিয়াল নাম এখনও জানা যায়নি, তবে আসন্ন ভিভো স্মার্টফোনটি চীনা ব্র্যান্ডের ওয়াই-সিরিজের অংশ হতে পারে। কেননা, ভিভো সাধরনত ওয়াই সিরিজে একাধিক মিড-রেঞ্জ মডেল অন্তর্ভুক্ত করে থাকে।

উল্লেখ্য, গিকবেঞ্চ লিস্টিং ইঙ্গিত দেয় যে Vivo V2327 ফোনটি লঞ্চ হতে আর খুব বেশিদিন বাকি নেই। সুতরাং, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হ্যান্ডসেটটির বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে সংস্থা। তবে, এই সকল তথ্যগুলি এখনও জল্পনার ওপর নির্ভর করছে। তাই আরও কিছু রিপোর্ট ও সার্টিফিকেশন সামনে না আসলে, এবিষয়ে নিশ্চিত হওয়া যাবে না।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন