Vivo V25 5G ভারতে আকর্ষণীয় দামে লঞ্চ হল, ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সহ রয়েছে দুর্দান্ত ফিচার

Vivo V25 5G আজ প্রত্যাশামতোই ভারতে লঞ্চ হল, যার দাম শুরু হয়েছে ২৭,৯৯৯ টাকা থেকে। কয়েকমাস আগে ফোনটি থাইল্যান্ডে...
Julai Modal 15 Sept 2022 3:22 PM IST

Vivo V25 5G আজ প্রত্যাশামতোই ভারতে লঞ্চ হল, যার দাম শুরু হয়েছে ২৭,৯৯৯ টাকা থেকে। কয়েকমাস আগে ফোনটি থাইল্যান্ডে আত্মপ্রকাশ করেছিল। নতুন এই ভিভো ফোনে পাওয়া যাবে ৬৪ মেগাপিক্সেল ওআইএস নাইট রিয়ার ক্যামেরা ও কালার চেঞ্জিং ফ্লোরাইট ফায়ার গ্লাস। আবার Vivo V25 5G ফোনে দেওয়া হয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর। আসুন ফোনটির দাম ও সমস্ত স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

ভিভো ভি২৫ ৫জি ফোনের দাম ও সেলের তারিখ- Vivo V25 5G Price in India, Sale Date

ভিভো ভি২৫ দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে। এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৭,৯৯৯ টাকা। আর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য রাখা হয়েছে ৩১,৯৯৯ টাকা। এটি এলিগেন্ট ব্ল্যাক ও সার্ফিং ব্লু কালার অপশনে এসেছে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে ভিভো ই-স্টোর, ফ্লিপকার্ট ও অন্যান্য রিটেল স্টোরের মাধ্যমে ভিভো ভি২৫ ৫জি কেনা যাবে।

আজ বিকাল ৩টে থেকে Vivo V25 5G ফোনটির প্রি-অর্ডার শুরু হবে। যেসব ক্রেতা HDFC, ICICI, SBI ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করবেন তারা ২,৫০০ টাকা ডিসকাউন্ট পাবেন। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করলে মিলবে অতিরিক্ত ২,০০০ টাকা ডিসকাউন্ট।

ভিভো ভি২৫ ৫জি স্পেসিফিকেশন ও ফিচার- Vivo V25 5G Specifications, Features

ভিভো ভি২৫ ৫জি ফোনের সামনে দেখা যাবে ৬.৪৪-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০৪ পিক্সেল) AMOLED ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে আই অটোফোকাস ও এফ/২.০ অ্যাপরচার সহ ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এতে ভ্লগ মোড সাপোর্ট করবে। আবার ভিভো ভি২৫ ৫জি ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৭৯ অ্যাপারচার ও OIS (অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন) টেকনোলজি সমর্থিত ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর, এবং এফ/২.৪ অ্যাপরচার সহ ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার।

পারফরম্যান্সের জন্য Vivo V25 5G ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ১২ কাস্টম স্কিনে চলবে। ডিভাইসটি ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। এছাড়া এতে এক্সটেন্ডেড র‌্যাম ৩.০ সাপোর্ট করবে, যা সর্বোচ্চ ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম বাড়াবে‌। এতে গেম বুস্ট মোড, লিকুইড কুলিং সিস্টেম ও ৪ডি গেম ভাইব্রেশন সাপোর্ট করবে।

সিকিউরিটির জন্য Vivo V25 5G ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ। আর পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ৪৪ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। Vivo V25 5G এর ওজন ১৮৬ গ্রাম।

Show Full Article
Next Story