ভারতে আসছে Vivo এর খাস 5G ফোন, 8GB র্যামের সাথে পাওয়া যাবে Flipkart থেকে
গত মাসে জনপ্রিয় টেক ব্র্যান্ড ভিভো তাদের V সিরিজে অন্তর্ভুক্ত Vivo V25 Pro হ্যান্ডসেটটির ওপর থেকে পর্দা সরিয়েছে। এই...গত মাসে জনপ্রিয় টেক ব্র্যান্ড ভিভো তাদের V সিরিজে অন্তর্ভুক্ত Vivo V25 Pro হ্যান্ডসেটটির ওপর থেকে পর্দা সরিয়েছে। এই লাইনআপের দ্বিতীয় ডিভাইস হিসেবে স্ট্যান্ডার্ড Vivo V25 মডেলটিও খুব শীঘ্রই ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। আর এখন ব্র্যান্ডের ভারতীয় শাখার অফিসিয়াল ওয়েবসাইটে স্ট্যান্ডার্ড মডেলটির একটি ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ হয়েছে। এর পাশাপাশি, আসন্ন অফারটি ই-কমার্স পোর্টাল ফ্লিপকার্ট (Flipkart)-এও এর উপলব্ধতা নিশ্চিত করে তালিকাভুক্ত হয়েছে। আপকামিং Vivo V25 সারা দেশে ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং অফলাইন স্টোর থেকে কেনার জন্য উপলব্ধ হবে।
লাইভ হল Vivo V25-এর অফিসিয়াল মাইক্রোসাইট
ভিভো ইন্ডিয়ার সাইটে লাইভ হওয়া মাইক্রোসাইটটি ভিভো ভি২৫-এর বেশ কিছু মূল স্পেসিফিকেশন প্রকাশ করেছে। এটি প্রো মডেলের মতো একটি রঙ পরিবর্তনকারী ফ্লোরাইট এজি গ্লাস ব্যাক প্যানেলের সাথে আসবে। ডিভাইসটি ব্লু এবং ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। আসন্ন অফারটিতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বোকেহ ফ্লেয়ার পোর্ট্রেট (Bokeh Flare Portrait) মোডও থাকবে বলে জানা গেছে।
আবার, ভিভো ভি২৫-এর ডিসপ্লের ওপরের মধ্যবর্তী স্থানে একটি পাঞ্চ-হোল কাটআউট দেখা যাবে, যার মধ্যে আই অটোফোকাস ফিচার সহ ৫০ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার অবস্থান করবে। এছাড়া, এই ভিভো ফোনে ৮ জিবি পর্যন্ত বর্ধিত র্যাম সাপোর্ট সহ ৮ জিবি ফিজিক্যাল র্যাম থাকবে বলেও নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, Vivo V25 গত মাসে বেশ কয়েকটি দেশে আত্মপ্রকাশ করেছে। আশা করা যায় ভারতীয় ভ্যারিয়েন্টটিও একই স্পেসিফিকেশনের সাথে আসবে। টিজ করা ফিচারগুলি ছাড়াও, স্মার্টফোনটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর ১০+ সাপোর্ট এবং একটি সমন্বিত ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ ৬.৪৪ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। Vivo V25-এর গ্লোবাল ভ্যারিয়েন্টটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর দ্বারা চালিত এবং এতে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ইউনিট রয়েছে।