Vivo V25 স্পেশাল ফিচার সহ লঞ্চ হল, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ রয়েছে Dimensity 900 প্রসেসর

গতকাল ভারতে লঞ্চ হয়েছে Vivo V25 Pro। একইসাথে ব্র্যান্ডটি Vivo V25 ফোনের উপর থেকেও পর্দা সরিয়েছে। সিরিজের এই...
Julai Modal 18 Aug 2022 9:54 AM IST

গতকাল ভারতে লঞ্চ হয়েছে Vivo V25 Pro। একইসাথে ব্র্যান্ডটি Vivo V25 ফোনের উপর থেকেও পর্দা সরিয়েছে। সিরিজের এই স্ট্যান্ডার্ড মডেলে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা। আবার Vivo V25 ফোনে পাওয়া যাবে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর। উল্লেখ্য, Vivo V25 Pro মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ প্রসেসর সহ এসেছে। আসুন Vivo V25 ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

ভিভো ভি২৫ ফোনের দাম (Vivo V25 Price in India)

ভিভো ভি২৫ ফোনের দাম এখনও ঘোষণা করা হয়নি। এমনকি ফোনটি কবে থেকে পাওয়া যাবে তাও জানানো হয়নি। তবে সামনে এসেছে যে, এটি ডায়মন্ড ব্ল্যাক, সানরাইজ গোল্ড ও অ্যাকুয়ামেরিন ব্লু কালারে উপলব্ধ হবে। এরমধ্যে ব্লু ও গোল্ড কালার ভ্যারিয়েন্টের ব্যাক প্যানেলের রং পরিবর্তিত হবে।

ভিভো ভি২৫ ফোনের স্পেসিফিকেশন, ফিচার (Vivo V25 Specifications, Features)

ভিভো ভি২৫ ফোনে আছে ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও এইচডিআর১০ প্লাস সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ডিসপ্লের মধ্যে ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর। ভিভো ভি২৫ ৮ জিবি/১২ জিবি র‌্যাম ও ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ সহ এসেছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ১২ কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য Vivo V25 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত, যার সাথে অটোফোকাস সাপোর্ট করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V25 ফোনে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট।

Show Full Article
Next Story