50MP সেলফি ক্যামেরা ও চোখজুড়ানো ডিসপ্লে সহ Vivo V27, V27 Pro ভারতে লঞ্চ হল

Vivo V27 সিরিজ আজ (১ মার্চ) ভারতে লঞ্চ হয়েছে। এই লাইনআপে রেগুলার V27 মডেলের সাথে হাই-এন্ড V27 Pro মডেলটিও অন্তর্ভুক্ত...
Ananya Sarkar 1 March 2023 5:34 PM IST

Vivo V27 সিরিজ আজ (১ মার্চ) ভারতে লঞ্চ হয়েছে। এই লাইনআপে রেগুলার V27 মডেলের সাথে হাই-এন্ড V27 Pro মডেলটিও অন্তর্ভুক্ত রয়েছে। এই স্মার্টফোনগুলি ব্যবহারকারীদের জন্য একটি প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোন অভিজ্ঞতা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। উভয় হ্যান্ডসেটেই MediaTek Dimensity প্রসেসর, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক Funtouch OS 13 এবং ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ফোনগুলি ফ্লিপকার্ট এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে। আসুন তাহলে সদ্য লঞ্চ হওয়া Vivo V27 সিরিজের দাম, ফিচার ও সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Vivo V27 এবং V27 Pro-এর স্পেসিফিকেশন

প্রসেসর ব্যতীত স্ট্যান্ডার্ড ভিভো ভি২৭ এবং ভিভো ভি২৭ প্রো একই স্পেসিফিকেশন অফার করে। এই ফোনগুলিতে ৩ডি (3D) কার্ভড এজ সহ ৬.৭৮ ইঞ্চির সুপার অ্যামোলেড (S-AMOLED) ডিসপ্লে রয়েছে। প্যানেলটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ফুল-এইচডি+ স্ক্রিন রেজোলিউশন এবং ১.০৭ বিলিয়ন কালার অফার করে। স্ট্যান্ডার্ড ভি২৭ ৫জি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রসেসর দ্বারা চালিত। আর প্রো মডেলে ডাইমেনসিটি ৮২০০ চিপসেটটি ব্যবহার করা হয়েছে।

এই মোবাইল প্ল্যাটফর্মগুলির সাথে উভয়ের ফোনেই ৮ জিবি/ ১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। দ্রুত প্রসেসিং এবং রিড/রাইট স্পিডের জন্য ভিভো এই হ্যান্ডসেটগুলিতে এলপিডিডিআর৫ র‍্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজ স্ট্যান্ডার্ড ব্যবহার করেছে। Vivo V27 সিরিজটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে ফানটাচ ওএস (Funtouch OS) কাস্টম স্কিনে রান করে।

ক্যামেরার ক্ষেত্রে, Vivo V27 এবং V27 Pro-এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ভি প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর সহ ট্রিপল ক্যামেরা রিয়ার সেটআপ উপস্থিত রয়েছে৷ এই সেটআপটি একটি আউরা লাইট ফ্ল্যাশ দ্বারা সাপোর্টেড, যা অসাধারণ নাইট পোর্ট্রেট ক্যাপচার করতে সাহায্য করবে বলে ভিভো দাবি করেছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, ফোনগুলির সামনে একটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা উপস্থিত রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo V27 সিরিজে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৬০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ভিভো ফোনগুলিতে ডুয়েল সিম সাপোর্ট, ব্লুটুথ ৫.৩, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ইউএসবি টাইপ-সি পোর্ট, জিপিএস, বেইডু, গ্লোনাস, গ্যালিলিও, নাভিক-এর মতো একাধিক কানেক্টিভিটি অপশন রয়েছে।

ভারতে Vivo V27 এবং V27 Pro-এর মূল্য, লভ্যতা

ভারতীয় বাজারে ভিভো ভি২৭ প্রো-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৭,৯৯৯ টাকা। আবার এর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলগুলির মূল্য যথাক্রমে ৩৯,৯৯৯ টাকা এবং ৪২,৯৯৯ টাকা। হ্যান্ডসেটটি আজ, ১ মার্চ থেকে প্রি-বুকিংয়ের জন্য উপলব্ধ রয়েছে এবং আগামী ৬ মার্চ থেকে এটি পাওয়া যাবে।

অন্যদিকে, স্ট্যান্ডার্ড ভিভো ভি২৭-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটি ৩২,৯৯৯ টাকায় এবং উচ্চতর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৩৬,৯৯৯ টাকায় কেনা যাবে। এটি ভারতে আগামী ২৩ মার্চ থেকে পাওয়া যাবে৷ স্ট্যান্ডার্ড এবং প্রো উভয় মডেলই নোবেল ব্ল্যাক এবং ম্যাজিক ব্লু কালার অপশনে বেছে নেওয়া যাবে।

অফলাইন লঞ্চ অফারের ক্ষেত্রে, আগ্রহী ক্রেতারা আইসিআইসিআই (ICICI), কোটাক (Kotak) এবং এইচডিএফসি (HDFC) সহ নির্বাচিত ব্যাঙ্ক পেমেন্টে ৩,৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন৷ অনলাইন অফারের ক্ষেত্রে, এইচডিএফসি (HDFC) ব্যাঙ্ক, আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্ক এবং কোটাক (Kotak) ব্যাঙ্কের মাধ্যমে ক্রেতারা ফোনগুলি কিনলে সেগুলির দামের ওপর ফ্ল্যাট ৩,০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড়, সঙ্গে ২,৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যাবে৷ আর ভিভো ভি২৭ এবং ভি২৭ প্রো এর অনলাইন প্রিবুকিং ফ্লিপকার্ট (Flipkart) এবং ভিভো (Vivo)-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে করা যেতে পারে।

Show Full Article
Next Story