ক্যামেরা ও পারফরম্যান্সে বড় চমক, Vivo V27 সিরিজ কালার চেঞ্জিং ব্যাক প্যানেল-সহ এ মাসে ভারতে আসছে
ভিভো তাদের পরবর্তী প্রজন্মের V-সিরিজের হ্যান্ডসেটগুলি লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি, সূত্র মারফৎ আসন্ন Vivo...ভিভো তাদের পরবর্তী প্রজন্মের V-সিরিজের হ্যান্ডসেটগুলি লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি, সূত্র মারফৎ আসন্ন Vivo V27 সিরিজের সম্ভাব্য লঞ্চ টাইমলাইন সম্পর্কেও জানা গেছে। বলা হচ্ছে, ভারতে এই সিরিজে অন্তর্ভুক্ত স্মার্টফোনগুলি চলতি মাসের শেষের দিকে আত্মপ্রকাশ করবে। আর এখন, আসন্ন লাইনআপটির কিছু মূল স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। আসুন তাহলে V25 সিরিজের উত্তরসূরি সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।
প্রকাশ্যে এল Vivo V27-এর প্রধান বৈশিষ্ট্য
একটি নতুন রিপোর্ট অনুযায়ী, ভিভো তাদের নতুন ভি২৭ সিরিজে বিভিন্ন আপগ্রেড আনছে। এতে ডিভাইসগুলির ক্যামেরা সিস্টেমের পাশাপাশি অভ্যন্তরীণ হার্ডওয়্যারের আপডেটও অন্তর্ভুক্ত রয়েছে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, ভিভো ভি২৭-এ কার্ভড ডিসপ্লে থাকবে, যেখানে প্রো ভ্যারিয়েন্টে কেবল কার্ভড এজ দেখা যাবে। যদিও, শোনা যাচ্ছে যে উভয় মডেলের রিয়ার প্যানেলেই প্রধান ক্যামেরার জন্য একটি হাই-এন্ড সনি সেন্সর অবস্থান করবে। এটি ডিভাইসগুলিকে তার পূর্বসূরির তুলনায় একটি উন্নত ফটোগ্রাফির অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম করে তুলবে এবং এর লো লাইট পারফরম্যান্সেও উন্নতি আনবে।
সূত্রগুলি আরও জানিয়েছে যে, আসন্ন ভিভো ভি২৭ লাইনআপটি মিডিয়াটেক প্রসেসর দ্বারা চালিত হবে। যদিও, বেস মডেলে কোন চিপসেটটি ব্যবহার করা হবে, তা এখনও জানা যায়নি। তবে, প্রো ভ্যারিয়েন্টটি মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ গ্রেডের ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর দ্বারা চলিত হবে বলে জানা গেছে। এছাড়া, উভয় মডেলই কালার চেঞ্জিং প্যানেলের সাথে আসবে।
সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, চলতি মাসের শেষের দিকে ভারতে Vivo V27 সিরিজটি উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির শক্তিশালী অফলাইন উপস্থিতি রয়েছে। অর্থাৎ, অফলাইন স্টোরগুলি থেকে ভিভোর প্রোডাক্টগুলি বেশ ভালো মাত্রায় বিক্রি হয়। তাই ভারতীয় ক্রেতারা অফলাইন স্টোরের পাশাপাশি ফ্লিপকার্ট (Flipkart)-এর মতো জনপ্রিয় অনলাইন ই-কমার্স সাইট থেকেও Vivo V27 সিরিজের ডিভাইসগুলি কিনতে পারবেন৷