Vivo V29 দুর্দান্ত ফিচারের সাথে বিশ্ববাজারে ঝড় তুলতে আসছে, পেল GCF থেকে ছাড়পত্র

Vivo বর্তমানে Vivo V29 সিরিজের স্মার্টফোনের উপর কাজ করছে। সংস্থাটি সম্প্রতি আলোচ্য সিরিজে অন্তর্ভুক্ত Vivo V29 Lite 5G নামক একটি নয়া স্মার্টফোনকে ইউরোপের বাজারে লঞ্চ…

Vivo বর্তমানে Vivo V29 সিরিজের স্মার্টফোনের উপর কাজ করছে। সংস্থাটি সম্প্রতি আলোচ্য সিরিজে অন্তর্ভুক্ত Vivo V29 Lite 5G নামক একটি নয়া স্মার্টফোনকে ইউরোপের বাজারে লঞ্চ করেছে। এখন আবার জানা গেছে, এই একই লাইনআপের অধীনে – Vivo V29 এবং V29 Pro মডেল দুটিকে শীঘ্রই ঘোষণা করা হবে। যার মধ্যে সিরিজের স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ Vivo V29 -কে আজ GCF সার্টিফিকেশন সাইটে দেখা গেল। এক্ষেত্রে ফোনটির আলোচ্য সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হওয়ার ঘটনা একপ্রকার নিশ্চিত করছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো এটি বিশ্ব বাজারে আত্মপ্রকাশ করবে…

Vivo V29 স্মার্টফোন GCF কর্তৃপক্ষ দ্বারা অনুমোদন পেল

GCF সার্টিফিকেশন সাইটে একটি নতুন ভিভো ব্র্যান্ডের স্মার্টফোনকে V2250 মডেল নম্বর সহ খুঁজে পাওয়া গেছে, যার অফিসিয়াল নাম “Vivo V29” রাখা হবে বলে নিশ্চিত করা হয়েছে। মজার বিষয় হল, সার্টিফিকেশন সাইটটির লিস্টিং ইঙ্গিত দিচ্ছে যে উক্ত ডিভাইসের নামের পাশে ‘৫জি’ (5G) লেখা অন্তর্ভুক্ত নাও করা হতে পারে। যদিও বাস্তবে ফোনটি হবে একটি ৫জি ডিভাইস। কেননা লিস্টিংয়ে আসন্ন এই হ্যান্ডসেট – n1, n2, n3, n5, n8, n20, n28, n38, n40, n41, n66, n77 এবং n78 ৫জি নেটওয়ার্ক ব্যান্ড সমর্থন করবে বলে উল্লেখ আছে৷

প্রসঙ্গত, GCF ছাড়াও এই ভিভো মডেলটি ইতিমধ্যেই – IMDA (সিঙ্গাপুর), EEC (ইউরোপ), SDPPI (ইন্দোনেশিয়া), এবং ব্লুটুথ এসআইজি -এর মতো সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে ছাড়পত্র পেয়েছে। আবার সম্প্রতি বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গিকবেঞ্চ -এর ডাটাবেসেও উপস্থিত হয়েছিল এই হ্যান্ডসেট। এক্ষেত্রে গিকবেঞ্চের লিস্টিং নিশ্চিত করেছে যে, আপকামিং Vivo V29 স্মার্টফোনে কোয়ালকমের স্নাপড্রাগম ৭৭৮জি প্লাস প্রসেসর থাকবে। ডিভাইসটি ৮ জিবি র‌্যাম এবং অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচওএস ১৩ (FunTouchOS 13) কাস্টম স্কিনের সাথে প্রি-লোডেড হয়ে আসবে।

এদিকে শোনা যাচ্ছে Vivo V29 সিরিজকে আগামী জুলাই মাসে ভারত সহ অন্যান্য আঞ্চলিক বাজারে ঘোষণা করা হবে। ফলে লঞ্চের সময় যত ঘনিয়ে আসছে, ততই সিরিজের ডিভাইসগুলির সম্ভাব্য ফিচার ফাঁস হচ্ছে। যেমন Vivo V29 Pro মডেলটির কয়েকটি কী-স্পেসিফিকেশন হালফিলে সামনে এসেছে। দাবি করা হচ্ছে যে, উক্ত ডিভাইসে – ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭-ইঞ্চি ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে, ১২ জিবি পর্যন্ত র‌্যাম, ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ, OIS-এনাবল ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার সেন্সর এবং ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এএমএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে।