Vivo V29 লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল, পেল Bluetooth SIG সার্টিফিকেশন

Vivo V29 নামের একটি নতুন স্মার্টফোনকে খুব শীঘ্রই একাধিক আঞ্চলিক বাজারে লঞ্চ করা হবে। তার আগে আজ (৭ই জুন) এই ডিভাইসটিকে...
SUPARNA 7 Jun 2023 1:57 PM IST

Vivo V29 নামের একটি নতুন স্মার্টফোনকে খুব শীঘ্রই একাধিক আঞ্চলিক বাজারে লঞ্চ করা হবে। তার আগে আজ (৭ই জুন) এই ডিভাইসটিকে Bluetooth SIG কর্তৃপক্ষের ডাটাবেসে উপস্থিত হতে দেখা গেল, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, আলোচ্য হ্যান্ডসেটটি চলতি মাস বা জুলাই মাসের শুরুতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। আজ Bluetooth SIG সাইটে তালিকাভুক্ত হওয়ার দরুন Vivo V29 -এর মডেল নম্বরও প্রকাশ্যে এসেছে।

Vivo V29 স্মার্টফোন পেল Bluetooth SIG সার্টিফিকেশন

ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশনের লিস্টিং নিশ্চিত করেছে যে, আসন্ন ভিভো ভি২৯ ৫জি স্মার্টফোনটি V2250 মডেল নম্বর বহন করবে। জানিয়ে রাখি, এই একই ডিভাইসকে গতকাল বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চ -এও তালিকাভুক্ত হতে দেখা গেছে। যার দৌলতে, লঞ্চের আগেই ভিভো ব্র্যান্ডের এই লেটেস্ট ৫জি স্মার্টফোনের বেশ কয়েকটি কী-ফিচার ইতিমধ্যেই সামনে এসেছে।

গিকবেঞ্চের লিস্টিং অনুসারে, এই আসন্ন ভিভো হ্যান্ডসেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস চিপসেট থাকবে। এতে ৮ জিবি পর্যন্ত র‌্যাম পাওয়া যাবে। আর ডিভাইসটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে। ভিভো ভি২৯ ৫জি স্মার্টফোনের অন্যান্য ফিচার এখনো জানা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, আলোচ্য মডেলের উচ্চতর ভার্সন অর্থাৎ Vivo V29 Pro 5G -ও শীঘ্রই লঞ্চের মুখ দেখতে চলেছে বলে আশা করা হচ্ছে। এর মডেল নম্বর হল V2251। আর অসাবধানতাবশত ভিভো তাদের এই স্মার্টফোনের ফিচার সম্প্রতি অনলাইনে শেয়ার করেছিল। যার দরুন জানা যায়, এতে কার্ভড এজ সহ ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে প্যানেল দেওয়া হবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এটির মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর সহ আসার সম্ভাবনা রয়েছে৷ আবার অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (FunTouch OS 13) প্রি-লোডেড থাকবে। এতে ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে৷ পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি মিলবে। এছাড়া Vivo V29 Pro 5G ফোনে ৫০-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং OIS-এনাবল ৬৪-মেগাপিক্সেলের মুখ্য রিয়ার ক্যামেরা দেওয়া হবে।

জানিয়ে রাখি, Vivo V29 সিরিজে Vivo V29 Lite 5G নামের আরেকটি ডিভাইসও অন্তর্ভুক্ত রয়েছে। এটিকে ইতিমধ্যেই চেক প্রজাতন্ত্রে লঞ্চ করা হয়েছে। এই হ্যান্ডসেটে রয়েছে কার্ভড এজ সহ ৬.৭৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর সহ এসেছে। এতে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। ছবি তোলার জন্য থাকছে, ৬৪-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ২-মেগাপিক্সেল ডেপ্থ লেন্স + ২-মেগাপিক্সেল ম্যাক্রো শুটার সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট। ডিভাইসটির সামনে ১৬-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। আবার নিরাপত্তার জন্য মিলবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। অ্যান্ড্রয়েড ১৩ ওএস চালিত এই স্মার্টফোনে ৪৪ ওয়াট চার্জিং প্রযুক্তির সমর্থন সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে৷ এটি IP54 রেটিং প্রাপ্ত।

Show Full Article
Next Story