Vivo V29 Lite: নয়া সফটওয়্যারের সঙ্গে লেটেস্ট প্রসেসর, ভিভোর নতুন স্মার্টফোনে চমক

ভিভো গত মাসের শুরুর দিকে Vivo V27 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। তবে আশ্চর্যজনকভাবে, ইতিমধ্যেই Vivo V29 সিরিজটিকে নিয়ে টেক দুনিয়ায় জল্পনা শুরু হয়ে গেছে। কয়েকদিন…

ভিভো গত মাসের শুরুর দিকে Vivo V27 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। তবে আশ্চর্যজনকভাবে, ইতিমধ্যেই Vivo V29 সিরিজটিকে নিয়ে টেক দুনিয়ায় জল্পনা শুরু হয়ে গেছে। কয়েকদিন আগেই, Vivo V29 Pro-এর বৈশিষ্ট্যগুলি ফাঁস হয়েছে। আর এখন, Vivo V29 Lite নামে আরেকটি ফোন ইন্টারনেটে আবির্ভূত হয়েছে। একে গুগল প্লে কনসোল (Google Play Console) ডেটাবেসে স্পট করা গেছে, যা কিছু বৈশিষ্ট্য প্রকাশ করেছে।

Vivo V29 Lite-কে দেখা গেল Google Play Console-এর সাইটে

ভিভো ভি২৯ সিরিজের লো-এন্ড ‘লাইট’ ভ্যাটিয়েন্টটি V2244 মডেল নম্বর সহ গুগল প্লে কনসোল (Google Play Console)-এর প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এই একই মডেল নম্বরের সাথে আসন্ন ভিভো ওয়াই৭৮ এবং ভিভো ওয়াই৭৮এম সম্প্রতি গুগল প্লে-এর তালিকায় দেখা গেছে। অর্থাৎ, এই তিনটি ফোন আসলে একই এবং সম্ভবত বিভিন্ন দেশে পৃথক নামে আত্মপ্রকাশ করবে।

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ভিভো ভি২৯ লাইট/ ওয়াই৭৮/ ওয়াই৭৮এম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত হবে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে। ডিভাইসটিতে ফুলএইচডি+ ডিসপ্লে প্যানেল থাকবে, যার ওপর একটি ওয়াটারড্রপ নচ দেখা যাবে। এটি ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে বলেও জানা গেছে। আবার ফটোগ্রাফির জন্য, হ্যান্ডসেটটির পিছনে ট্রিপল ক্যামেরা সিস্টেম উপস্থিত থাকতে পারে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, ভিভোর আসন্ন ফোনটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট ব্যবহার করা হতে পারে।

এছাড়াও জানা গেছে যে, Vivo V29 Lite চীনের বাইরে বিক্রি করা হবে। অন্যদিকে, Vivo V78 চীনের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশেও মুক্তি পেতে পারে। আর Vivo V78m মডেলটি শুধুমাত্র চীনের মার্কেটে লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। এখনও পর্যন্ত, V29 Lite এবং তার বাকি ভ্যারিয়েন্টগুলি সম্পর্কে এই তথ্যগুলিই সামনে এসেছে।