Vivo V29e 5G vs Realme 11 Pro+5G: ভিভোর নতুন ফোনকে ঠেক্কা দিতে পারবে রিয়েলমি ১১ প্রো প্লাস? দেখুন পার্থক্য

গতকাল অর্থাৎ ২৮শে আগস্ট ভারতের বাজারে আত্মপ্রকাশ করে Vivo V29e 5G। ডিভাইসটি মিড-রেঞ্জের অধীনে এসেছে এবং একাধিক...
SUPARNA 29 Aug 2023 3:48 PM IST

গতকাল অর্থাৎ ২৮শে আগস্ট ভারতের বাজারে আত্মপ্রকাশ করে Vivo V29e 5G। ডিভাইসটি মিড-রেঞ্জের অধীনে এসেছে এবং একাধিক উল্লেখযোগ্য ফিচার অফার করে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে, ২৫৬ জিবি স্টোরেজ, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম স্কিন, এবং ৫,০০০ এএমএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে। দেখতে গেলে প্রায় এক সমান দাম ও বৈশিষ্ট্যের সাথে গত ৮ই জুন Realme 11 Pro+ 5G ফোনটি এদেশে লঞ্চ হয়। সর্বোপরি উভয় মডেলই কার্ভড-স্টাইল ডিসপ্লে ডিজাইনের সাথে এসেছে। ফলে সদৃশ্যতা একাধিক থাকায় সদ্য লঞ্চের মুখ দেখা Vivo V29e এবং বিদ্যমান Realme 11 Pro+ একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে বলেই আমাদের অনুমান। তবে ২৮,০০০ টাকার রেঞ্জে Vivo নাকি Realme, কোন ব্র্যান্ডের হ্যান্ডসেট এগিয়ে থাকবে, আসুন জেনে নেওয়া যাক।

Vivo V29e 5G vs Realme 11 Pro+ 5G : দাম

এদেশের বাজারে ভিভো ভি২৯ই ৫জি স্মার্টফোনকে মোট দুটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা রাখা হয়েছে। আর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সহ আসা উচ্চতর মডেলটিকে পাওয়া যাবে ২৮,৯৯৯ টাকায়। এটি আর্টিস্টিক ব্লু এবং আর্টিস্টিক রেড কালারে এসেছে। যার মধ্যে আর্টিস্টিক রেড কালার ভ্যারিয়েন্টটি - ব্ল্যাক থেকে রেড শেডে রঙ পরিবর্তনে সমর্থ।

ভারতে রিয়েলমি ১১ প্রো+ ৫জি স্মার্টফোনের দাম ২৭,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এই বিক্রয় মূল্য ফোনটির ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনের। আর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত টপ-এন্ড ভ্যারিয়েন্টের দাম থাকছে ২৯,৯৯৯ টাকা। এটিকে দুটি ব্যাক প্যানেল ফিনিশিং এবং তিনটি কালার বিকল্পের সাথে পাওয়া যাবে, যথা — প্লাস্টিক ব্যাক প্যানেল (অ্যাস্ট্রাল ব্ল্যাক) এবং ভেগান লেদার (ওয়েসিস গ্রিন এবং সানরাইজ বেইজ)।

Vivo V29e 5G vs Realme 11 Pro+ 5G : ডিসপ্লে, সেন্সর

ভিভো ভি২৯ই স্মার্টফোনে রয়েছে ৬.৭৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪০০x১০৮০ পিক্সেল) কার্ভড ১০-বিট AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ১৩০০ পিক ব্রাইটনেস লেভেল সাপোর্ট করে। তদুপরি সিকিউরিটি ফিচার হিসাবে এই হ্যান্ডসেটে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

রিয়েলমি ১১ প্রো+ ৫জি স্মার্টফোনে ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই টাচস্ক্রীন কার্ভড এজ স্টাইলের এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৯৫০ নিট পিক ব্রাইটনেস অফার করে। এছাড়া নিরাপত্তার জন্য পাওয়া যাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

Vivo V29e 5G vs Realme 11 Pro+ 5G : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‌্যাম, স্টোরেজ

ভালো পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য Vivo V29e 5G স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (Funtouch OS 13) কাস্টম স্কিনে রান করে। স্টোরেজ হিসাবে ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত মেমরি মিলবে।

অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে Realme 11 Pro+ 5G স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর রয়েছে। ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম ইউজার ইন্টারফেস দ্বারা চালিত। এতে সর্বোচ্চ ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে।

Vivo V29e 5G vs Realme 11 Pro+ 5G : ক্যামেরা সেটআপ

ফটো ও ভিডিওগ্রাফির জন্য ভিভো ভি২৯ই ৫জি স্মার্টফোনের পেছনে ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল- OIS এনাবল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এদিকে ডিভাইসের সামনে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে, যা অটোফোকাস মোড সমর্থন করে।

ছবি তোলার জন্য রিয়েলমি ১১ প্রো+ ৫জি স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল - ২০০ মেগাপিক্সেল Samsung ISOCELL HM3 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের সুবিধার্থে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা মিলবে।

Vivo V29e 5G vs Realme 11 Pro+ 5G : কানেক্টিভিটি বিকল্প, ব্যাটারি

কানেক্টিভিটি বিকল্প হিসাবে ভিভো ভি২৯ই ৫জি স্মার্টফোনে সামিল থাকছে - ডুয়াল সিম স্লট, মাইক্রোএসডি কার্ড স্লট, ৫জি, ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.১, জিএনএসএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। আর পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে আলোচ্য হ্যান্ডসেটে ৪৪ ওয়াট ওয়্যারড চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।

কানেক্টিভিটির জন্য রিয়েলমি ১১ প্রো+ ৫জি স্মার্টফোনে - ওয়াই-ফাই ৮০২.১১ এ/বি/জি/এন/এসি/৬, ব্লুটুথ ৫.২, জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও,
এনএফসি এবং ইউএসবি টাইপ-সি ২.০ পোর্ট অন্তর্ভুক্ত। এছাড়া এতে ৫,০০০ এএমএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Vivo V29e 5G vs Realme 11 Pro+ 5G : পরিমাপ

ভিভো ব্র্যান্ডিংয়ের এই স্মার্টফোন ৭.৫৭ মিমি পুরু এবং ওজনে ১৮০.৫ গ্রাম।

রিয়েলমি ১১ প্রো+ ৫জি স্মার্টফোন ৮.৭ মিমি পুরু এবং এর ওজন ১৮৩ / ১৮৯ গ্রাম।

Show Full Article
Next Story