Vivo V29e ভারতে 64 মেগাপিক্সেল ক্যামেরা ও কালার চেঞ্জিং ব্যাক প্যানেল সহ লঞ্চ হল, দাম শুরু 26999 টাকা থেকে

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ (২৮শে আগস্ট) ভারতের বাজারে আত্মপ্রকাশ করল Vivo V29e। এটি Vivo V29-সিরিজের প্রথম...
SUPARNA 28 Aug 2023 3:33 PM IST

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ (২৮শে আগস্ট) ভারতের বাজারে আত্মপ্রকাশ করল Vivo V29e। এটি Vivo V29-সিরিজের প্রথম হ্যান্ডসেট হিসেবে এদেশে এল৷ বিশেষত্বের কথা বললে আলোচ্য স্মার্টফোনে অটোফোকাস মোড সমর্থিত ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, কার্ভড ১০-বিট AMOLED ডিসপ্লে, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ, এবং ৫০০০ এমএএইচ ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারি পাওয়া যাবে৷ এটি মিড-রেঞ্জের অধীনে আসা সংস্থার সবচেয়ে পাতলা কার্ভড ডিসপ্লে অফারকারীর স্মার্টফোন। সর্বোপরি, ডিভাইসটি রঙ পরিবর্তনকারী রিয়ার প্যানেলের সাথে এসেছে। চলুন এবার নতুন Vivo V29e স্মার্টফোনের দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

ভারতে Vivo V29e স্মার্টফোনের দাম ও প্রাপ্যতা

ভিভো ভি২৯ই স্মার্টফোনকে এদেশের বাজারে মোট দুটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করা হয়েছে। এর মধ্যে ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২৬,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৮,৯৯৯ টাকা।

ভিভো ভি২৯ই আজ (২৮শে আগস্ট) থেকে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। এক্ষেত্রে আগ্রহীরা অফলাইন এবং অনলাইন চ্যানেলের মাধ্যমে এই ফোনটি অর্ডার করতে পারবেন। ক্রেতারা নির্বাচিত ব্যাঙ্কের কার্ড ব্যবহারের ক্ষেত্রে ক্যাশব্যাক এবং এক্সচেঞ্জ অফারের সুবিধা পেয়ে যাবেন। জানিয়ে রাখি, ভিভো ই২৯ সিরিজের এই নয়া স্মার্টফোনকে আগামী ৭ই সেপ্টেম্বর থেকে প্রথমবার ওপেন সেলে বিক্রি করা হবে।

Vivo V29e এর স্পেসিফিকেশন

Vivo V29e স্মার্টফোনে আছে ৬.৭৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪০০x১০৮০ পিক্সেল) কার্ভড ১০-বিট AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ১৩০০ পিক ব্রাইটনেস লেভেল সাপোর্ট করে। ভালো পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (Funtouch OS 13) কাস্টম স্কিনে রান করে। স্টোরেজ হিসাবে ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত মেমরি মিলবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে আলোচ্য হ্যান্ডসেটে ৪৪ ওয়াট ওয়্যারড চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য Vivo V29e স্মার্টফোনের পেছনে ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল OIS এনাবল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এদিকে ডিভাইসের সামনে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে, যা অটোফোকাস মোড সমর্থন করে। তদুপরি সিকিউরিটি ফিচার হিসাবে এই হ্যান্ডসেটে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। আর কানেক্টিভিটির জন্য - ডুয়াল সিম স্লট, মাইক্রোএসডি কার্ড স্লট, ৫জি, ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.১, জিএনএসএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত থাকছে।

পরিশেষে, গ্লাস স্যান্ডউইচ ডিজাইনের এই ভিভো স্মার্টফোন ৭.৫৭ মিমি পুরু এবং ওজনে ১৮০.৫ গ্রাম। এটি আর্টিস্টিক রেড এবং আর্টিস্টিক ব্লু কালার বিকল্পে লঞ্চ হয়েছে। যার মধ্যে আর্টিস্টিক রেড কালার ভ্যারিয়েন্টটি - ব্ল্যাক থেকে রেড শেডে পরিবর্তন হয়।

Show Full Article
Next Story