ফোনেই রেকর্ড হবে সিনেমার মতো ঝাঁ চকচকে ভিডিয়ো, Vivo-র দুর্ধর্ষ ইমেজিং চিপের কামাল

২০২১ সালে ভিভো তাদের প্রথম ইমেজিং চিপ হিসেবে, Vivo V1 লঞ্চ করেছিল। এটি ভিভো ফোনের ইমেজিং পারফরম্যান্স বাড়ানোর প্রতিশ্রুতি দেয় এবং ছবির গুণমানে লক্ষণীয় উন্নতি…

২০২১ সালে ভিভো তাদের প্রথম ইমেজিং চিপ হিসেবে, Vivo V1 লঞ্চ করেছিল। এটি ভিভো ফোনের ইমেজিং পারফরম্যান্স বাড়ানোর প্রতিশ্রুতি দেয় এবং ছবির গুণমানে লক্ষণীয় উন্নতি এনেছে। পরে কোম্পানিটি আরও ভালো অপ্টিমাইজেশনের সাথে একে একে V1+ এবং V2 ঘোষণা করেছে। এবার আকর্ষণীয় 4K মুভি পোর্ট্রেট মোড সহ চলতি মাসের শেষের দিকে Vivo তাদের নতুন V3 ইমেজিং চিপ লঞ্চ করবে বলে জানা গেছে।

Vivo X100 সিরিজে নতুন Vivo V3 ইমেজিং চিপ

ভিভোর ভাইস প্রেসিডেন্ট এবং ব্র্যান্ড অ্যান্ড প্রোডাক্ট স্ট্র্যাটিজির জেনারেল ম্যানেজার জিয়া জিংডং, চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো-তে আসন্ন ভিভো ভি৩ ইমেজিং চিপের বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। এই চিপটি হবে ভিভোর আসন্ন ইমেজিং ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ, যা আগামী ২৩ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। ফেস্টিভ্যালের প্রথম সপ্তাহে কোম্পানির লেটেস্ট ইমেজিং প্রযুক্তির লঞ্চ হবে, ভিভো ইমেজিং প্লাস মোবাইল ফোন ফটোগ্রাফি প্রতিযোগিতার সমাপ্তি হবে এবং ভিভো × ফার্স্ট আল্ট্রা-শর্ট ফিল্ম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে।

এছাড়াও, তাঁর শেয়ার করা টিজারটি প্রকাশ করেছে যে, আসন্ন ভিভো ভি৩ চিপটি ৬ ন্যানোমিটার প্রক্রিয়ার ওপর ভিত্তি করে নির্মিত এবং এটি উল্লেখযোগ্য ক্ষমতা নিয়ে আসবে। চিপটি ভিভো স্মার্টফোনগুলিকে 4K রেজোলিউশন পর্যন্ত পোর্ট্রেট মোড ভিডিও ক্যাপচার করতে দেবে এবং এমনকি উন্নত পোস্ট-প্রসেসিং এডিটিং ফাংশন অফার করবে। অনুমান করা হচ্ছে, চলতি বছর লঞ্চ হতে চলা ভিভো এক্স১০০ সিরিজের ফ্ল্যাগশিপ মডেলগুলিতে এই চিপটি ব্যবহার করা হবে।

জানিয়ে রাখি, পূর্বসূরি Vivo V1 চিপের সাথে Vivo X70 সিরিজটি প্রথম ২০২১ সালের সেপ্টেম্বরে লঞ্চ করা হয়েছিল। এই চিপ স্মার্টফোনের ইমেজ সিগন্যাল প্রসেসর (ISP)-এর সাথে নয়েজ কমানো, ডায়নামিক রেঞ্জ এবং কালার রিপ্রোডাক্টশন উন্নত করার জন্য তৈরি করা হয়েছিল। এছাড়াও, এটি ভিডিওগুলির মসৃণতা বৃদ্ধি করতে মোশন এস্টিমেশন এবং মোশন কম্পেনশন (MEMC) প্রযুক্তি সাপোর্ট করে। উল্লেখ্য, Vivo V1+ গত বছর Vivo X80 সিরিজের সাথে বাজারে এসেছে। এটি Vivo V1 চিপের আপগ্রেড ভার্সনএবং স্বাভাবিকভাবে বেশ কিছু উন্নতিও অফার করে। আর গত নভেম্বরে Vivo X90 লাইনআপের হ্যান্ডসেটগুলির সাথে লেটেস্ট Vivo V2 ইমেজিং চিপ লঞ্চ করেছে কোম্পানি।