Vivo V30 Lite দুর্দান্ত ডিসপ্লে ও 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, 30 মিনিটে 80 শতাংশ চার্জ হবে

Vivo V30 Lite আজ কম্বোডিয়া ও রাশিয়ার বাজারে লঞ্চ হল। এই 4G ডিভাইসটি V30 সিরিজের নতুন সংযোজন। এর আগে এই সিরিজের অধীনে...
Julai Modal 5 April 2024 1:37 PM IST

Vivo V30 Lite আজ কম্বোডিয়া ও রাশিয়ার বাজারে লঞ্চ হল। এই 4G ডিভাইসটি V30 সিরিজের নতুন সংযোজন। এর আগে এই সিরিজের অধীনে Vivo V30 5G, Vivo V30 Pro ও Vivo V30 Lite 5G ফোন তিনটি এসেছিল। নয়া এই হ্যান্ডসেটে আছে 120 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, 5,000 এমএএইচ ব্যাটারি ও ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আসুন Vivo V30 Lite এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo V30 Lite 4G এর দাম

ভিভো ভি৩০ লাইট 4জি এর 8 জিবি র‌্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের কম্বোডিয়ায় দাম রাখা হয়েছে প্রায় 24,900 টাকা। এটি ক্রিস্টাল ব্ল্যাক ও ক্রিস্টাল গ্রীন কালারে পাওয়া যাবে।

Vivo V30 Lite 4G এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো ভি৩০ লাইট 4জি ফোনে আছে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস ই4 অ্যামোলেড ডিসপ্লে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 394 পিপিআই পিক্সেল ডেন্সিটি এবং 1,800 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর ডিভাইসটি এলপিডিডিআর4এক্স র‌্যাম ও ইউএফএস 2.2 স্টোরেজ সহ পাওয়া যাবে।

ক্যামেরার কথা বললে, Vivo V30 Lite এর পিছনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ফানটাচ ওএস 14 অপারেটিং সিস্টেমে চলবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V30 Lite ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ব্যাটারি 30 মিনিটে 80 শতাংশ চার্জ হয়ে যাবে। আর আইপি54 রেটিং প্রাপ্ত এই ডিভাইসের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল 4G ভোল্টি, ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্ট।

Show Full Article
Next Story