80W ফাস্ট চার্জিং সহ বাজারে আসছে Vivo V30, লঞ্চের আগেই স্পেসিফিকেশন লিক
ভিভো বর্তমানে তাদের প্রিমিয়াম মিড-রেঞ্জ Vivo S18 সিরিজের স্মার্টফোনগুলি চীনের বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে।...ভিভো বর্তমানে তাদের প্রিমিয়াম মিড-রেঞ্জ Vivo S18 সিরিজের স্মার্টফোনগুলি চীনের বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির তরফে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে আগামী ১৪ ডিসেম্বর এই লাইনআপের ওপর থেকে পর্দা সরানো হবে। আসন্ন S18 সিরিজে তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে, এগুলি হল - স্ট্যান্ডার্ড Vivo S18, S18e এবং S18 Pro। যথারীতি, আশা করা যায় যে এই হ্যান্ডসেটগুলি গ্লোবাল মার্কেটের জন্য রিব্র্যান্ড করা হবে। শোনা যাচ্ছে যে, Vivo V30 এবং V30 Lite যথাক্রমে Vivo S18 এবং S18e স্মার্টফোনের রিব্র্যান্ড হতে পারে। আর এখন Vivo V30 মডেলটিকে এনসিসি (NCC) সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। কি কি তথ্য উঠে এসেছে সেখান থেকে, আসুন জেনে নেওয়া যাক।
Vivo V30 পেল NCC সার্টিফিকেশন
৯১ মোবাইলস-এর নতুন রিপোর্ট অনুযায়ী, ভিভো ভি৩০ এনসিসি সার্টিফিকেশন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে, যা ডিজাইন সহ কিছু স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়েছে। লিস্টিংটি প্রকাশ করেছে যে, ভিভো ভি৩০ V2318 মডেল নম্বরটি বহন করে। স্মার্টফোনটি অন্যান্য কালার অপশনের সঙ্গে স্লিক ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এর রিয়ার প্যানেলে বড় আয়তক্ষেত্রাকার মডিউল দেখা যাবে, যার মধ্যে বর্গাকার ডুয়েল ক্যামেরা সেটআপ এবং একটি এলইডি ফ্ল্যাশ অবস্থান করবে। ইউজারদের হ্যান্ডসেটটিতে আরও ভাল এবং আরও আরামদায়ক গ্রিপ দেওয়ার জন্য এজগুলি কার্ভড হবে।
আবার, ভিভো ভি৩০ ফোনের সামনের দিকে একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট ও সেলফি ক্যামেরার সাথে একটি কার্ভড ডিসপ্লে রয়েছে। ডান প্রান্তে ভলিউম রকার এবং পাওয়ার বাটন অবস্থান করবে, যেখানে নীচের অংশে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, স্পিকার গ্রিল, সিম ট্রে স্লট এবং প্রাইমারি মাইক্রোফোন অন্তর্ভুক্ত থাকবে।
এছাড়াও জানা গেছে, Vivo V30-তে ৪,৮৯৫ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হবে এবং সম্ভবত এটিকে ৫,০০০ এমএএইচ হিসাবে বাজারজাত করা হবে৷ ডিভাইসটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করতে পারে। লিস্টিংটি আরও প্রকাশ করেছে যে, Vivo V30-তে ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ মিলবে।
এছাড়া, Vivo V30-কে এর আগে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং ডেটাবেসেও দেখা গেছে, যা ইঙ্গিত করেছে যে ফোনটি সদ্য উন্মোচিত Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর দ্বারা চালিত হবে। যদিও Vivo V30-এর সঠিক লঞ্চের তারিখটি এখনও প্রকাশ্যে আসেনি, তবে এটি পূর্বসূরির তুলনায় আগেই বাজারে পা রাখবে বলে আশা করা হচ্ছে।