Vivo V30 সিরিজে থাকবে সেরা পোট্রেট ক্যামেরা, দেখলে মনে হবে DSLR-এ তোলা
Vivo V30 সিরিজের আগামী সপ্তাহেই থাইল্যান্ডের বাজারে লঞ্চ হতে চলেছে। এই সিরিজের অধীনে আগামী ২৮ ফেব্রুয়ারি Vivo V30 এবং...Vivo V30 সিরিজের আগামী সপ্তাহেই থাইল্যান্ডের বাজারে লঞ্চ হতে চলেছে। এই সিরিজের অধীনে আগামী ২৮ ফেব্রুয়ারি Vivo V30 এবং Vivo V30 Pro মডেল দুটি আত্মপ্রকাশ করবে। অফিসিয়াল লঞ্চের আগে, ফোনগুলির খুঁটিনাটি অনলাইন রিপোর্ট এবং সার্টিফিকেশনের মাধ্যমে সামনে এসেছে। আর এখন Vivo V30 Pro-এর ক্যামেরা স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে।
Vivo V30 Pro-এর ক্যামেরা স্পেসিফিকেশন (সম্ভাব্য)
৯১মোবাইলস-এর রিপোর্ট অনুসারে, ভিভো ভি৩০ প্রো ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপের সাথে আসবে, যার মধ্যে দুটি শীর্ষ-স্তরের সনি সেন্সর যুক্ত থাকবে। নির্দিষ্টভাবে, এই ফোনে প্রাইমারি ক্যামেরার জন্য ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৯২০ সেন্সর এবং পোর্ট্রেট লেন্সের জন্য ৫০ সনি আইএমএক্স৮১৬ সেন্সর ব্যবহার হবে৷ একইসাথে, এতে আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্সও থাকবে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, ভিভো ভি৩০ প্রো-এর উন্নততর ৫০ মেগাপিক্সেলের সেন্সরের মাধ্যমে সেগমেন্টের সেরা পোর্ট্রেট ক্যামেরা এক্সপেরিয়েন্স দেওয়ার দাবি করা হয়েছে। এছাড়াও, ভিভো ভি৩০ এবং ভিভো ভি৩০ প্রো - উভয় মডেলেই একটি ৫০ মেগাপিক্সেলের আই এএফ (Eye AF) সেলফি ক্যামেরা অবস্থান করবে বলে জানা গেছে।
পাশাপাশি, Vivo V30 Pro জেইস (Zeiss)-ক্যামেরা সিস্টেমের সাথে আসবে বলে শোনা যাচ্ছে, যা ব্র্যান্ডের V-সিরিজের স্মার্টফোনগুলির জন্য প্রথম। এই উদ্যোগ ইউজারদের এক্সক্লুসিভ জেইস ক্যামেরা এবং ভিডিও মোড অফার করবে। ফাঁস হওয়া স্পেসিফিকেশনগুলি নির্দেশ করছে যে, Vivo V30 Pro-এ ১,২৬০ x ২,৮০০ পিক্সেলের রেজোলিউশন সহ কার্ভড-এজ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) প্যানেল থাকবে। ডিভাইসটি Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেট দ্বারা চালিত হবে, যার সাথে ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত থাকবে।
এছাড়াও, স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ (FunTouch OS 14) কাস্টম স্কিনে রান করবে, যা ব্যবহারকারীদের একটি মসৃণ এবং ফিচার-সমৃদ্ধ এক্সপেরিয়েন্স অফার করবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Vivo V30 Pro-এ উল্লেখযোগ্য ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও, ডিভাইসটি আইপি৫৪ (IP54)-রেটেড চ্যাসিস অফার করবে, যার পরিমাপ ১৬৪.৪ x ৭৫.১ x ৭.৫ মিলিমিটার এবং ওজন ১৮৮ গ্রাম হতে পারে।