এক ঝটকায় 7000 টাকা দাম কমে গেল Vivo V30 Pro ফোনের, রয়েছে 50 এমপি সেলফি ক্যামেরা

গতকাল রাত ১২টা থেকে শুরু হয়েছে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল। এই সেলে বিভিন্ন প্রোডাক্টের সাথে অতি সস্তায় পাওয়া যাবে...
ANKITA 26 Sept 2024 11:52 AM IST

গতকাল রাত ১২টা থেকে শুরু হয়েছে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল। এই সেলে বিভিন্ন প্রোডাক্টের সাথে অতি সস্তায় পাওয়া যাবে নামিদামি স্মার্টফোন। আইফোন সহ বিভিন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ডিসকাউন্ট অফারের সাথে সেলে বিক্রি হচ্ছে। এছাড়া Flipkart Big Billion Days সেলে আপনি মিড রেঞ্জ ফোন Vivo V30 Pro স্পেশাল ডিলের সাথে কিনতে পারবেন। সেলে দুর্দান্ত ক্যামেরা সহ আসা এই ডিভাইসটি ৩৫,০০০ টাকারও কম দামে কেনা যাবে

Vivo V30 Pro ডিসকাউন্ট অফারের সাথে কিনুন Flipkart Big Billion Days সেলে

Vivo V30 Pro এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪১,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে এটি ৩৮,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। অর্থাৎ ৩,০০০ টাকা ফ্লাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

তবে সেলে HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আরও ৪,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। আবার Flipkart Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে ৩,৫০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। শুধু তাই নয়, ডিভাইসটি নো-কস্ট ইএমআইয়ের সাথে কেনা যাবে।

Vivo V30 Pro এর ফিচার ও স্পেসিফিকেশন

ভিভো ভি৩০ প্রো এর ক্যামেরার কথা বললে, এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ২এক্স জুম সহ ৫০ মেগাপিক্সেল সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটির সামনে ৬.৭৮ ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজোলিউশন ১২৬০x২৮০০ পিক্সেল।

Vivo V30 Pro ফোনের এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৮০০ নিটস ব্রাইটনেস অফার করবে। পারফরম্যান্সের জন্য এতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচওএস ১৪ কাস্টম স্কিনে চলবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Show Full Article
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms