50MP সেলফি ক্যামেরার সেরা ফোন কিনতে চান? Vivo V30e এর সেল শুরু হয়ে গিয়েছে

Vivo V30e স্মার্টফোনটি সম্প্রতি ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে। এটি এদেশের মার্কেটে অত্যন্ত প্রতিযোগিতামূলক ৩০,০০০ টাকার...
Ananya Sarkar 10 May 2024 10:46 AM IST

Vivo V30e স্মার্টফোনটি সম্প্রতি ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে। এটি এদেশের মার্কেটে অত্যন্ত প্রতিযোগিতামূলক ৩০,০০০ টাকার প্রাইস সেগমেন্টে আত্মপ্রকাশ করেছে। সুতরাং ভিভোর এই হ্যাডসেটটি Realme 12 Pro এবং Redmi Note 13 Pro ফোনের মতো ডিভাইসগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আশা করা যায়। আর এবার অবশেষে, Vivo V30e ভারতে আনুষ্ঠানিকভাবে কেনার জন্য উপলব্ধ হয়েছে। আসুন তাহলে ফোনটির দাম, লঞ্চ অফার এবং বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Vivo V30e মূল্য এবং লঞ্চ অফার

ভিভো ভি৩০ই দুটি স্টোরেজ বিকল্পে পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এর মধ্যে বেস ১২৮ জিবি সংস্করণের দাম ২৭,৯৯৯ টাকা এবং উচ্চতর ২৫৬ জিবি সংস্করণটি ২৯,৯৯৯ টাকা মূল্যে কেনা যাবে। আগ্রহী ক্রেতারা এখন ভিভোর অফিসিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ট (Flipkart) এবং সারা ভারত জুড়ে ভিভোর অনুমোদিত রিটেইল স্টোরগুলি থেকে এটিকে কিনতে পারবেন। এইচডিইএফসি (HDFC) এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ব্যাঙ্কের কার্ড ইউজাররা অনলাইনে কেনাকাটা করার সময় ১০ শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পাবেন। অন্যদিকে, অফলাইন ক্রেতারা আইসিআইসিআই (ICICI), এসবিআই (SBI), ইন্দাসিন্ড (IndusInd), আইডিএফসি (IDFC) সহ অন্যান্য অংশগ্রহণকারী ব্যাঙ্কগুলির সাথে একই ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন৷

Vivo V30e: স্পেসিফিকেশন

Vivo V30e ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে আসবে। এতে নিরাপত্তার জন্য একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। ডিভাইসটিতে ৮ জিবি এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেটটি যুক্ত রয়েছে৷

ফটোগ্রাফির জন্য, Vivo V30e ফোনের রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহায়ক ৫০ মেগাপিক্সেলের Sony IMX882 প্রাইমারি ক্যামেরা সেন্সর রয়েছে। এই প্রধান ক্যামেরাটি একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং একটি অরা লাইটের সাথে যুক্ত, যা ফটোগুলিতে স্টুডিও-গুণমানের এলইডি লাইট সরবরাহ করার দাবি রাখে৷ সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ৫০ মেগাপিক্সেলের আই অটোফোকাস সেলফি ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo V30e বড় ৫,৫০০ এমএএইচ ব্যাটারি ইউনিটের সাথে এসেছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পরিশেষে, ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ (Funtouch OS 14) কাস্টম স্কিনে রান করে।

Show Full Article
Next Story