Vivo V40 Lite 5G ও Vivo V40 Lite 4G শক্তিশালী ব্যাটারি ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল, দেখুন দাম

Vivo আজ চুপিচুপি ইন্দোনেশিয়ায় Vivo V40 Lite 5G এবং Vivo V40 Lite 4G লঞ্চ করল। ফোন দুটির দাম শুরু হবে ১৯,৯০০ টাকা থেকে। উভয় হ্যান্ডসেটে…

Ankita Mondal 26 Sept 2024 12:26 PM IST (Updated: 30 Sept 2024 3:18 AM IST)

Vivo আজ চুপিচুপি ইন্দোনেশিয়ায় Vivo V40 Lite 5G এবং Vivo V40 Lite 4G লঞ্চ করল। ফোন দুটির দাম শুরু হবে ১৯,৯০০ টাকা থেকে। উভয় হ্যান্ডসেটে ডুয়েল রিয়ার ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া। আর Vivo V40 Lite 5G মডেলে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট। আবার Vivo V40 Lite 4G স্মার্টফোনে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ চিপসেট। আসুন এদের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া।

Vivo V40 Lite 5G ও Vivo V40 Lite 4G এর দাম ও প্রাপ্যতা

ভিভো ভি৪০ লাইট ৫জি এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪,২৯৯,০০ রুপিয়া (প্রায় ২৩,৭০০ টাকা)। তবে এর ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এখনও প্রকাশ করা হয়নি।

আবার ভিভো ভি৪০ লাইট ৪জি এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩,৫৯৯,০০০ রুপিয়া (প্রায় ১৯,৯০০ টাকা) থেকে শুরু হয়। আর এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩,৬৯৯,০০০ রুপিয়া (প্রায় ২০,৪০০ টাকা।

Vivo V40 Lite 5G কার্বন ব্ল্যাক এবং টাইটানিয়াম সিলভার কালারে এসেছে। আর 4G ভ্যারিয়েন্ট অতিরিক্ত পার্ল ভায়োলেট কালারে পাওয়া যাবে। ফোনগুলি ইন্দোনেশিয়ার অফিসিয়াল ভিভো ই-স্টোরের মাধ্যমে কেনা যাবে।

Vivo V40 Lite 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

Vivo V40 Lite 5G এবং V40 Lite 4G ফোনের ফিচারের মধ্যে অনেক মিল আছে। উভয় হ্যান্ডসেটে ৬.৬৭-ইঞ্চি ফুল-এইচডি প্লাস (১০৮০×২৪০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ১৮০০ নিটস ব্রাইটনেস অফার করে। 5G মডেলে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত LPDDR4X র‌্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ।

আবার Vivo V40 Lite 4G স্মার্টফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর, ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ। উভয় স্মার্টফোন অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অরিজিন ওএস ১৪ অপারেটিং সিস্টেমে চলবে।

ফটোগ্রাফির জন্য ভিভো ভি৪০ লাইট ৫জি ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর। আবার ভিভো ভি৪০ লাইট ৪জি স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে।

সেলফি ও ভিডিও কলের জন্য দুটি ফোনেই পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এগুলিতে ভিভো এআই ইমেজিং স্যুটের সাপোর্ট করবে, যার মধ্যে এআই ইরেজ এবং ফটো এনহ্যান্সিংয়ের মতো ফিচার অন্তর্ভুক্ত।

ভিভো ভি৪০ লাইট ৫জি ও ভিভো ভি৪০ লাইট ৫জি মডেলে ৫,০০০ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য ফোনগুলিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। আবার ডিভাইসগুলি আইপি৬৪ রেটিং সহ এসেছে।

Updated On: 30 Sept 2024 3:18 AM IST
Show Full Article
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms