একধাক্কায় 5600 টাকা সস্তা 50 মেগাপিক্সেল ক্যামেরার Vivo V40 Pro 5G
ভালো সেলফি ক্যামেরার স্মার্টফোনের চাহিদা বাজারে তুঙ্গে। কারণ সেলফি তোলার পাশাপাশি শর্ট ভিডিও করতে ফ্রন্ট ক্যামেরার দরকার...ভালো সেলফি ক্যামেরার স্মার্টফোনের চাহিদা বাজারে তুঙ্গে। কারণ সেলফি তোলার পাশাপাশি শর্ট ভিডিও করতে ফ্রন্ট ক্যামেরার দরকার হয়। সেক্ষেত্রে আপনি যদি এমন কোনো দুর্দান্ত সেলফি ক্যামেরার ফোন খোঁজ করে থাকেন, তাহলে Vivo V40 Pro 5G কিনতে পারেন। এতে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ 12 জিবি পর্যন্ত র্যাম পাওয়া যাবে। আর এই ভিভো স্মার্টফোনটি এখন 5,600 টাকা পর্যন্ত ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে।
ব্যাঙ্ক অফারে সস্তায় কিনুন Vivo V40 Pro 5G ফোন
ভিভো ভি40 প্রো 5জি এর 12 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ডিসকাউন্টের পরে ফ্লিপকার্টে 55,999 টাকায় তালিকাভুক্ত হয়েছে। আবার যেকোনো ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করলে 5,600 টাকা ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া এই ফোনের সাথে 5600 টাকা পর্যন্ত অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাসও মিলবে।
Vivo V40 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
Vivo V40 Pro 5G স্মার্টফোনে আছে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 4500 নিটস পিক ব্রাইটনেস সহ 6.78-ইঞ্চি ফুল এইচডি প্লাস কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। আবার অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অপারেটিং সিস্টেম চালিত এই ডিভাইসে পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9200+ প্রসেসর সহ 12 জিবি পর্যন্ত র্যাম এবং 512 জিবি পর্যন্ত স্টোরেজ।
ক্যামেরার কথা বললে, এর ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য Vivo V40 Pro 5G ফোনে পাওয়া যাবে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5500 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা 80 ওয়াট ফ্ল্যাশচার্জ সাপোর্ট করে।