Zeiss ক্যামেরা সহ আসছে Vivo V40 Pro, প্রচুর আপগ্রেড ছাড়াও মিলবে এই ফিচার

Vivo V30 এবং Vivo V30 Pro স্মার্টফোনগুলি কয়েক সপ্তাহ আগেই ভারতের বাজারে পা রেখেছে। তবে ইতিমধ্যেই কোম্পানি এর উত্তরসূরি হিসেবে Vivo V40 সিরিজটি গ্লোবাল মার্কেটে…

Vivo V30 এবং Vivo V30 Pro স্মার্টফোনগুলি কয়েক সপ্তাহ আগেই ভারতের বাজারে পা রেখেছে। তবে ইতিমধ্যেই কোম্পানি এর উত্তরসূরি হিসেবে Vivo V40 সিরিজটি গ্লোবাল মার্কেটে আনার প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে জানা গেছে। আর এখন যুক্তরাজ্যের এক সুপরিচিত ক্যারিয়ারের ওয়েবসাইটে আসন্ন Vivo V40 Pro মডেলটিকে প্রথমবারের জন্য দেখা গেছে। এটি আপকামিং ফোনটির বিষয়ে কি কি তথ্য প্রকাশ করেছে, আসুন দেখে নেওয়া যাক।

Vivo V40 Pro ফোন হাজির যুক্তরাজ্যের ক্যারিয়ারের ওয়েবসাইটে

ভিভো ভি৪০ প্রো যুক্তরাজ্যের ক্যারিয়ার, ইই সেটআপ (EE Setup) ওয়েবসাইটে উপস্থিত হয়েছে, যা প্রকাশ করেছে যে ডিভাইসটির মডেল নম্বর V2347। তালিকায় বলা হয়েছে যে হ্যান্ডসেটটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, যার মধ্যে একটি নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) কানেক্টিভিটি সাপোর্ট করবে, তবে অপর ভ্যারিয়েন্টে এটি থাকবে না। কিন্তু এই তথ্যগুলি ছাড়া, ক্যারিয়ারের লিস্টিংটি আসন্ন ভিভো হ্যান্ডসেটটির সম্পর্কে আর কিছুই প্রকাশ করেনি।

যেহেতু, এই প্রথম অনলাইনে ভিভো ভি৪০ প্রো ফোনটির উপস্থিতি চোখে পড়লো, তাই স্পেসিফিকেশন এবং ফিচারের পরিপ্রেক্ষিতে ডিভাইসটি সম্পর্কে কিছুই এখনও জানা যায়নি। তবে আশা করা যায় যে এটি তার পূর্বসূরি ভিভো ভি৩০ প্রো মডেলের তুলনায় একাধিক ক্ষেত্রে আপগ্রেড নিয়ে আসবে। ভিভো ভি৩০ প্রো হল জেইস (Zeiss) ব্র্যান্ডিং সহ কোম্পানির প্রথম ভি সিরিজের স্মার্টফোন, তাই আশা করা যায় যে ভিভো ভি৪০ প্রোও জেইস দ্বারা টিউন করা ক্যামেরা সেটআপ সহ আসবে।

শোনা যাচ্ছে যে, Vivo V40 Pro ভারত সহ গ্লোবাল মার্কেটে আগামী আগস্ট বা সেপ্টেম্বর মাসের মধ্যেই আত্মপ্রকাশ করবে। Vivo V40 সিরিজটি তার পূর্বসূরির তুলনায় একাধিক সেগমেন্টে উন্নতি আনবে বলে আশা করা হচ্ছে। দেখা যাচ্ছে যে, কোম্পানি Vivo V30 সিরিজটির লঞ্চের কয়েকমাসের মধ্যেই এর উত্তরসূরিগুলিকে বাজারে উন্মোচন করার সিদ্ধান্ত নিয়েছে। Vivo V40 সিরিজের স্মার্টফোনগুলি চায়না-এক্সক্লুসিভ Vivo S19 লাইনআপের ডিভাইসগুলির রিব্র্যান্ডেড হিসাবে বাজারে আসতে পারে। S19 সিরিজ এখনও চীনে উন্মোচিত হয়নি, তবে আশা করা যায় যে এটি শীঘ্রই আত্মপ্রকাশ করবে।